স্টেট ব্যাঙ্কের তরফে গ্রাহকদের SBI fixed deposit এর সুবিধাও দেওয়া হয়ে থাকে ৷ দেখে নিন কোন স্কিমে টাকা ইনভেস্ট করা আপনি বেশি লাভবান হবেন ৷ এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটে স্কিমে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ইনভেস্ট করতে পারবেন ৷
দেখে নিন এসবিআই প্ল্যাটিনাম ডিপোজিটে (SBI Platinum Deposits Interest Rates for the general public )কত সুদ মিলবে
advertisement
১. প্ল্যাটিনাম ৭৫ দিনের জন্য
বর্তমান সুদ - ৩.৯০ শতাংশ
প্রস্তাবিত সুদ- ৩.৯৫ শতাংশ
২. প্ল্যাটিনাম ৫২৫ দিনের জন্য
বর্তমান সুদ- ৫ শতাংশ
প্রস্তাবিত সুদ- ৫.১০ শতাংশ
৩. প্ল্যাটিনাম ২২৫০ দিনের জন্য
বর্তমান সুদ - ৫.৪০ শতাংশ
প্রস্তাবিত সুদ- ৫.৫৫ শতাংশ
এসবিআই প্ল্যাটিনামে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার (SBI Platinum Deposits Interest Rates for senior citizens)
১. প্ল্যাটিনাম ৭৫ দিনের জন্য
বর্তমান সুদ- ৪.৪০ শতাংশ
প্রস্তাবিত সুদ- ৪.৪৫ শতাংশ
২. প্ল্যাটিনাম ৫২৫ দিনের জন্য
বর্তমান সুদ- ৫.৫০ শতাংশ
প্রস্তাবিত সুদ- ৫.৬০ শতাংশ
৩. প্ল্যাটিনাম ২২৫০ দিন
বর্তমান সুদ- ৬.২০ শতাংশ
প্রস্তাবিত সুদ - ৫.৬০ শতাংশ
প্রবীণ নাগরিকদের জন্য স্পেশ্যাল এফডি We Care নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক ৷ প্রবীণ নাগরিকদের ৫ বছরের বা তার বেশি সময়ের এফডি-র জন্য বাড়তি ৩০ বিপিএস সুদ দেওয়া হয়ে থাকে ৷ কোনও প্রবীণ নাগরিক স্পেশ্যাল এফডি স্কিমে এফডি করালে ৬.২০ শতাংশ সুদ পাবেন ৷
স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে কত সুদ মিলছে বর্তমানে
>> 7 দিন থেকে 45 দিন – 2.9 শতাংশ
>> 46 দিন থেকে 179 দিন – 3.9 শতাংশ
>> 180 দিন থেকে 210 দিন – 4.4 শতাংশ
>> 211 দিন থেকে এক বছরের কম সময়ে – 4.4 শতাংশ
>> 1 বছর থেকে 2 বছরের কম সময়ে – 5 শতাংশ
>> 2 বছর থেকে 3 বছরের কম সময়ে – 5.1 শতাংশ
>> 3 বছর থেকে 5 বছরের কম সময়ে – 5.3 শতাংশ
>> 5 বছর থেকে 10 বছরের কম সময়ে – 5.4 শতাংশ