সংস্থার বিবৃতিতে বলা হচ্ছ, এই অ্যাকাউন্টটি একটি মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ অ্যাকাউন্টটির উদ্বৃত্ত অর্থ ১০০০- এর গুণিতক হিসেবে ১ থেকে ৫ বছরের মেয়াদে টার্ম ডিপোজিট হিসেবে সঞ্চিত থাকবে।
টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা ওই অ্যাকাউন্ট থেকে আলাদা করে সরিয়ে রাখা যাবে এক একবারে।
advertisement
পাশাপাশি কাস্টমারকে ২৫ পাতার একটি চেকবুক দেওয়া হবে। এর জন্য নেয়া হবে ন্যূনতম একটি খরচ।
অন্যান্য এসবিআই সেভিংস অ্যাকাউন্টের মতই এসবিআই সেভিংস অ্যাকাউন্টের এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস অ্যালার্ট সুবিধা পাওয়া যাবে।
এমনকি এমওডিএস অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহক ঋণের জন্য আবেদন জানাতে পারেন।
সর্বাধিক ব্যালেন্সের কোন উর্ধ্বসীমা নেই এই অ্যাকাউন্টে।
অ্যাকাউন্টে মাসে টাকা রাখার কোনও গড় রাশি নেই।
ভ্যালিড কেওয়াইসি নথি থাকলে যে কেউ এই অ্যাকাউন্টে টাকা রাখার যোগ্য। একা বা যৌথ ভাবে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।