দেখে নিন কীভাবে করবেন ক্লেম - এই যোজনায় ব্যক্তিগত দুর্ঘটনা পলিসিতে দেশের বাইরে হওয়ায় দুর্ঘটনাও কভার করে থাকে ৷ জরুরি কাগজপত্র জমা করতে পারলে ভারতীয় টাকায় ক্লেমের টাকা দেওয়া হবে ৷
বেসিক সেভিংস অ্যাকাউন্টকে (Savings Account) জনধন যোজনা অ্যাকাউন্টে সহজে ট্রান্সফার করার বিকল্প রয়েছে ৷ Jan Dhan অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্কের তরফে RuPay PMJDY কার্ড দেওয়া হয়ে থাকে ৷ ২৮ অগাস্ট ২০১৮ পর্যন্ত জনধন অ্যাকাউন্টে জারি RuPay PMJDY কার্ডে ১ লক্ষ টাকার বিমা মিলবে ৷ ২৮ অগাস্ট ২০১৮-র পর জারি রুপে কার্ডে মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত অ্যাক্সিডেন্টাল কভার বেনিফিট ৷
advertisement
প্রধানমন্ত্রী জনধন যোজনা ২০১৪ সালে শুরু করে মোদি সরকার ৷ দেশের সমস্ত মানুষকে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷ অনলাইনেও এখন এই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যাচ্ছে ৷