TRENDING:

SBI : আপনার সন্তানের ভবিষ্যত গড়বে এসবিআই

Last Updated:

এই অ্যাকাউন্টে সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে যার ভবিষ্যত সব থেকে উজ্জ্বল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যদি আপনার ঘরে বাচ্চাকাচ্চা থাকে আর আপনি তাদের ব্যাঙ্কা অ্যাকাউন্ট কুলতে চাইছেন ৷ বা আপনি নিজেই বাচ্চা, আপনার জন্য এসবিআই বাচ্চাদের জন্য এক নতুন স্কিম নিয়ে আসতে চলেছে ৷ এই প্রকল্পের নাম পহেলা কদম অউর পহেলা উড়ান যার বাংলায় অর্থ প্রথম পদক্ষেপ জীবনের চলার পথের ৷
advertisement

এই অ্যাকাউন্টে সব ধরনের সুবিধা দেওয়া হয়েছে যার ভবিষ্যত সব থেকে উজ্জ্বল ৷ এর সঙ্গে এই ধরনের প্রকল্পে আছে এমন সুবিধা যার ফলে কোনও সন্তান এর অপপ্রয়োগ করতে পারবেনা ৷ ১৮ বছরের সন্তানদের জন্য তাদের অভিভাবকেরা অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

এই ব্যাঙ্ক অ্যকাউন্টে যে সুবিধাগুলি আপনি পাবেন সেগুলি হল ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের সুবিধা ৷ এই অ্যাকাউন্ট দু'ধরনের ৷ ১০ বছরের কম বাচ্চাদের জন পহেলি উড়ান ১০ বছরের বড় বাচ্চাদের জন্য ৷ যারা সই করতে পারবে তবে বাবা মায়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে থাকতে হবে ৷

advertisement

যে যে সুবিধাগুলি পাওয়া যাবে এই অ্যাকাউন্টে

এই অ্যাকাউন্টে কোনও মাসিক ব্যালান্স মেনটেন করতে হবেনা অর্থাৎ এই অ্যাকাউন্ট জিরো ব্যালান্স ৷

সর্বাধিক ১০ লক্ষ টাকা রাখা যাবে ৷

মিলবে ইন্টারেনট ব্যাঙ্কিং সুবিধা থাকবে ৷

প্রতিদিন ৫০০০ টাকা তোলার সুবিধা থাকবে ৷ যেখানে বিল পেমেন্ট, ই টার্ম ডিপোজিট, রেকারিং ডিপোজিট , ইন্টার ব্যাঙ্ক পান্ডস ট্রান্সপার তবে শুধুমাত্র এএফটির মাধ্যমে ৷

advertisement

চেকবুকের সুবিধা পাবেন ৷ ১০ পাতার চেকবুক শুরুতেই দেওয়া হবে ৷

এটিএম কাম ডেবিটকার্ডের সুবিধা থাকবে ৷ প্রতিদিন ৫০০০ টাকা বেশি তোলা যাবেনা ৷

মোবাইল ব্যাহ্কিং পরিষেবাও মিলবে যাতে ২০০০টাকা পর্যন্ত বিল পেমেন্ট বা টপআপ করা যাবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এসবিআইয়ের এই নতুন পরিষেবা নতুন করে আপনার সঞ্চয়ের রাস্তা কপুলে দিতে পারে দেখে নিন ৷ যদি দিন মনে হয় খুলতে পারেন এই অ্যাকাউন্ট ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI : আপনার সন্তানের ভবিষ্যত গড়বে এসবিআই