আরও পড়ুন: আধার কার্ড থাকলে অনেক সমস্যার একমাত্র সমাধান! টাকা তোলা হোক বা জমা
বেড়েছে MCLR
এক বছরের বেঞ্চমার্ক MCLR-কেও ব্যাঙ্ক ৭.২০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৭.৪০ শতাংশ। সমস্ত কনজিউমার লোন যেমন অটো, হোম এবং পার্সোনাল লোন MCLR-এর সঙ্গে যুক্ত। এর ফলে রেপো রেট পরিবর্তন হলে কনজিউমার লোনের হারও পরিবর্তন করা হয়। ১৫ জুন থেকে রেপো রেট লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) বাড়িয়েছে SBI। এর আগে RLLR ছিল ৬.৬৫ শতাংশ, যা এখন বেড়ে হয়েছে ৭.১৫ শতাংশ। বর্ধিত সুদের হার ১৫ জুন থেকে লাগু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সিবিআই অফিসারদের তদন্তের ক্লাস দিলেন উপেন বিশ্বাস, শুনল গোটা এজলাস!
বেড়েছে FD সুদের হারও
১৪ জুন থেকে ২ কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে SBI। ব্যাঙ্ক ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ থেকে করেছে ৪.৬০ শতাংশ। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের বার্ষিক সুদের হার ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৩০ শতাংশ। এছাড়া এসবিআই (SBI) দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৩৫ শতাংশ সুদ দিচ্ছে।