এই লোনের মাধ্যমে দেশের ছাত্র-ছাত্রীরা বিদেশের কলেজে অ্যাডমিশন নিতে পারবে ৷ পড়ুয়াদের সাহায্য করার উদ্দেশ্যে ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য স্টেট ব্যাঙ্কের তরফে এই স্কিম লঞ্চ করা হয়েছে ৷
কী কী কোর্সের ক্ষেত্রে এই লোন পাওয়া যাবে
রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি
পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি
ডিপ্লোমা কোর্স
সার্টিফিকেট বা ডক্টোরেট কোর্স
advertisement
কোন কোন দেশে আবেদন করতে পারবেন -
এই লোন স্কিমের মাধ্যমে US, UK, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করা যেতে পারে ৷
কত টাকার লোন পাবেন-
৭.৫০ লক্ষ টাকা থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়া যেতে পারবে ৷
কত টাকা সুদ দিতে হবে-
এই লোনে ৮.৬৫ শতাংশ সুদ দিতে হবে ৷ মেয়েদের ক্ষেত্রে ০.৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে ৷ অর্থাৎ ছাত্রীদের ক্ষেত্রে সুদের হার ৮.১৫ শতাংশ ৷
লোনে যাত্রার খরচ, টিউশন ফি, লাইব্র্যারি ও ল্যাবের খরচা, পরীক্ষার ফি, বইয়ের খরচা সামিল রয়েছে ৷ পাশাপাশি এর মধ্যে প্রোজেক্ট ওয়ার্ক, থিসিস, স্টাডি ট্যুরের খরচাও অন্তর্ভুক্ত রয়েছে ৷
দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশনের মার্কশিট ও প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট লাগবে ৷ এছাড়া অ্যাডমিশন লেটার ব্যাঙ্কে দিতে হবে ৷ কোর্সে মোট কত টাকা লাগবে বিস্তারিত জানাতে হবে ৷