আপনার একটি ছোট ভুলের কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যেতে পারে সমস্ত টাকা ৷ SBI গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যালার্ট জারি করেছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank account) থেকে Unauthorized transactions বাড়তে থাকা মামলা দেখে গ্রাহকদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের নাম করে ফ্রড মেসেজ আসছে গ্রাহকদের কাছে ৷ এই বিষয়ে একজন স্টেট ব্যাঙ্ককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ফ্রড মেসেজটি নিয়ে একজন গ্রাহক @TheOfficialSBI ও @Cybercellindia ট্যাগ করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) থেকে এই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেছেন ৷
advertisement
ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তির এই পদক্ষেপকে প্রশংসা করা হয়েছে ৷ পাশাপাশি এরকম মেসেজ থেকে সাবধান থাকার কথা বলা হয়েছে ৷ শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, একটি বন্ধ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করার জন্য ফেক মেসেজ পাঠানো হয়েছে ৷ মেসেজে 8509007591 পাঠিয়ে বলা হয়েছে এই নম্বরে সার্পোট টিমের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্য শেয়ার করুন ৷
এই ধরনের মেসেজ, ইমেল, ফোন কল বা লিঙ্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ সাইবার ক্রাইমের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে তার জন্য প্রতিনিয়ত ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সাবধান ও সতর্ক থাকতে বলা হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য ভুলেও শেয়ার করতে মানা করা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে এরকম পার্সোনাল তথ্য কখনও ফোনে চাওয়া হয় না ৷