ব্যাঙ্কের তরফে ট্যুইট করে গ্রাহকদের সাবধান করা হয়েছে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে অনুরোধ করা হয়েছে গ্রাহকদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার জন্য ৷ ভুলেও ফেক মেসেজে ক্লিক করবেন না বা নিজের ব্যাঙ্ক ডিটেল শেয়ার করবেন না ৷ না হলে খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ ভুলেও কখনও এটিএম পিন, কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর ও ওটিপি কারোর সঙ্গে শেয়ার করবেন না ৷
advertisement
এর আগে স্টেট ব্যাঙ্কের নামে চলা জাল ওয়েবসাইট নিয়েও গ্রাহকদের অ্যালার্ট করা হয়েছিল ৷ ব্যাঙ্কের তরফে এসবিআই গ্রাহকদের এরকম মেসেজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এসবিআই-এর তরফে মাঝেমধ্যেই অ্যালার্ট জারি করা হয়েছে থাকে ৷
ব্যালেন্স জানার জন্য ব্যাঙ্কে রেজিস্টার মোবাইল নম্বর থেকে টোল ফ্রি নম্বরে 9223766666 মিসড কল দিতে হবে ৷ অন্যদিকে 'BAL' লিখে 09223766666 নম্বরে এসএমএস পাঠিয়ে ব্যালেন্স জানতে পারবেন ৷ এই সুবিধা পাওয়ার জন্য আপনার মোবাইল নম্বর ব্যাঙ্কে রেজিস্টার থাকতে হবে ৷