স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, প্যান ও আধার লিঙ্ক না করা থাকলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান নম্বর ৷ তাই গ্রাহকদের শীগ্রই প্যান ও আধার লিঙ্ক করার পরামর্শ দিয়েছে ব্যাঙ্ক যাতে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত না হয় ৷ নোটিসে জানানো হয়েছে প্যান ও আধার লিঙ্ক করা সকলের জন্য বাধ্যতামূলক ৷ এর জন্য ৩০ সেপ্টেম্বর ডেডলাইন রাখা হয়েছে ৷
advertisement
এর পাশাপাশি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কেওয়াইসি জমা না দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে ৷ এবং অ্যাকাউন্টে জমা টাকা ফ্রিজ হয়ে যাবে ৷ এছাড়া কোনও সরকারি যোজনার সুবিধা পাবেন না এবং অ্যাকাউন্টে ঢুকবে না কোনও সাবসিডি ৷
প্যান ও আধার লিঙ্ক করাবেন কী করে -
১. প্যান ও আধার লিঙ্ক করার দুটি পদ্ধতি রয়েছে ৷ প্রথমে এসএমএস ও দ্বিতীয় ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গিয়ে ৷
২. এসএমএস-এর মাধ্যমে প্যান ও আধার লিঙ্ক করালে আপনাকে UIDPAN<স্পেস>12 অঙ্কের আধার নম্বর লিখে স্পেস দিয়ে ১০ অঙ্কের প্যান নম্বর দিয়ে 567678 বা 56161 নম্বরে পাঠিয়ে দিলে লিঙ্ক হয়ে যাবে আপনার প্যান ও আধার ৷