আরও পড়ুন: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য জরুরি খবর, ৪ এপ্রিল থেকে বদলে যাবে পেমেন্টের নিয়ম....
ব্যাঙ্ক ট্যুইটে জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাঙ্কের কমপ্লেন্ট পোর্টাল http://crcf.sbi.co.in পরিষেবা বন্ধ থাকবে ৷ এই সময় গ্রাহকরা কোনও ধরনের অভিযোগ, জিজ্ঞাসা ইত্যাদি ব্যাঙ্কের টোল ফ্রি 1800112211/18001234/18002100 নম্বরে ফোন করে করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: মার্চে প্রায় অর্ধেকের বেশি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট
দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে এক চতুর্থ অংশীদারিত্ব নিয়ে এসবিআই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷
এর আগে ব্যাঙ্কের তরফে অ্যালার্ট জারি করে বলা হয়েছে ৩১ মার্চের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক না করালে পরিষেবা মিলবে না। সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, নির্বিঘ্নে ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে নির্দিষ্ট সময়ের আগে প্যান ও আধার লিঙ্ক বাধ্যতামূলক। পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য এসবিআই-এর তরফে সময়ের আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।