Fabindia-এ শপিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য এই ক্রেডিট কার্ড বাজারে নিয়ে এসেছে SBI। সংস্থার প্রিমিয়াম গ্রাহকদের শপিংয়ের অভিজ্ঞতা যাতে আরও বেশি লাভদায়ক হয় এবং সেই সূত্র ধরে যাতে সংস্থার কেনাকাটা বাড়ে ৷ কার্ড বেশি ব্যবহার করা এবং ব্যাঙ্ক, ব্র্যান্ড আর গ্রাহকের সেই সম্মিলিত লাভের কথা ভেবে মোট দু'টি ক্রেডিট কার্ড লঞ্চ করা হয়েছে- Fabindia SBI Card SELECT এবং Fabindia SBI Card। প্রিমিয়াম কার্ডহোল্ডারের সুবিধার কথা মাথায় রেখে এই দুই কার্ডে নির্দিষ্ট করে রাখা বিভাগে কেনাকাটায় প্রতি বারে যেমন রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে, তেমনই মিলবে নানা ভ্যালু অ্যাডেড পরিষেবাও। যা ক্রেতার মন জয় করে নিতে সক্ষম হবে বলেই আশা করছে Fabindia এবং SBI কর্তৃপক্ষ।
advertisement
জানা গিয়েছে যে এই Fabindia SBI Card SELECT এবং Fabindia SBI Card-এ কেনাকাটা করলে গ্রাহকরা ১০ শতাংশ ভ্যালু ব্যাকের সুবিধা যেমন পাবেন, তেমনই ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাকসেসও তুলে দেওয়া হবে তাঁদের হাতে। এছাড়া পাক্ষিক ২ লক্ষ টাকার কেনাকাটায় ১২৫০ টাকার মাইলস্টোন বেনেফিট দেওয়া হবে বলেও জানা গিয়েছে। পাশাপাশি এই কার্ডের ব্যবহারে গ্রাহকরা ব্র্যান্ডের FabFamily লয়্যালটি প্রোগ্রামে এবার থেকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, যার জন্য আগে গোল্ড কার্ডে বার্ষিক ৩০ হাজার টাকা এবং প্ল্যাটিনামে বার্ষিক ৭৫ হাজার টাকা খরচের প্রয়োজন পড়ত!
