ট্যুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে আয়কর বিভাগের নামে যদি কোনও মেসেজ এসে থাকে আইটি রিটার্ন সংক্রান্ত এবং তাতে যদি কোনও প্রোসেস ফলো করতে বলা হয় সেটি থেকে সাবধান থাকবেন ৷ কারণ ওটা ফ্রড মেসেজ ৷ গ্রাহকদের সতর্ক করে বলা হয়েছে এরকম কোনও মেসেজ পাঠানো লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷ এবং সেখানে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য যাতে শেয়ার না করেন সেই বিষয়েও সাবধান করা হয়েছে ৷
advertisement
ব্যাঙ্কের পাশাপাশি আয়কর বিভাগের তরফেও গ্রাহকদের আইটি রিটার্ন সংক্রান্ত ই-মেল ও মেসেজ সম্বন্ধে সতর্ক করা হয়েছে ৷ এরকম কোনও লিঙ্ক যেখানে রিফান্ডের আশ্বাস দেওয়া হয়েছে তাতে ক্লিক না করতে বলা হয়েছে ৷
করোনা সঙ্কটের জেরে সরকারের তরফে আয়কর বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে শীঘ্রই করদাতাদের তাদের রিফান্ড দিয়ে দেয় ৷ এরপর থেকেই আইটি-র তরফে করদাতাদের মেল পাঠানো হচ্ছিল ৷

