advertisement
SBI ট্যুইটে গ্রাহকদের জানিয়েছে- গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে সুরক্ষিত রাখা তাদের কাজের মধ্যে পড়ে ৷ এসবিআই-এর (SBI) তরফে জানানো হয়েছে, ‘আমরা গ্রাহকদের পরামর্শ দিয়ে থাকি প্রতারকদের থেকে সতর্ক থাকতে এবং গুরুত্বপূর্ণ তথ্য ভুলেও অনলাইনে শেয়ার করতে মানা করা হয়েছে ৷’
>> কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না যেখানে ইএমআই, ডিবিটি, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) বা ব্যাঙ্ক ডিটেল চাওয়া হয়েছে ৷
>> ভুয়ো যোজনা থেকে সাবধান থাকতে হবে যেগুলি ই-মেল, ফোন কল, বিজ্ঞাপনের মাধ্যমে লটারি, ক্যাশ টাকা পুরস্কার বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে থাকে ৷
>> সময় সময় ব্যাঙ্কের পাসওয়ার্ড বদল করতে থাকতে হবে ৷
>> খেয়াল রাখতে হবে এসবিআই প্রতিনিধিরা কখনও গ্রাহকদের ফোন করে ব্যক্তিগত তথ্য জানতে চায় না ৷
>> স্টেট ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত তথ্য কেবল এসবিআই ওয়েবসাইট থেকে জানতে হবে ৷