ওটিপি, পিন নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি বা এটিএমের ডিটেল সেভ করে রাখলে শীঘ্রই সেগুলি ডিলিট করে দিন, না হলে খোয়াতে পারেন সমস্ত টাকা ৷ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সাবধান করা হয়েছে এবং বলা হয়েছে ভুলেও যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের ডিটেল ফোনে সেভ না করে রাখে ৷
অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, এটিএম কার্ডের নম্বর বা ছবি তুলে রাখাও উচিত নয়, কারণ এখান থেকে সহজেই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ডিটেল লিক হয়ে যেতে পারে ৷ পাশাপাশি নিজের এটিএম কার্ড কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে একাধিক বার গ্রাহকদের সাবধান করে পাবলিক ইন্টারনেট পরিষেবা ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যবহার করতে মানা করা হয়েছে ৷ কারণ এখান থেকে আপনার পার্সোনাল তথ্য সহজেই লিক হতে পারে ৷ এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাঙ্কের তরফে কখনও এসএমএস করে ইউজার আইডি, পিন, পাসওয়ার্ড, সিভিভি , ওটিপি এইসব চাওয়া হয় না ৷