TRENDING:

ডিজিটালি পেমেন্ট করেন? এই কয়েক বিষয়ে সতর্ক না হলেই অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না!

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক ডিজিটাল পেমেন্ট করার সময় সুরক্ষিত থাকার উপায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা মহামারীর সময় থেকে ভারতে ডিজিটাল পেমেন্ট দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল পেমেন্টের মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন জিনিস ক্রয় করে পেমেন্ট করা সম্ভব। ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন ধরনের দুর্নীতি। এর জন্য ডিজিটাল পেমেন্ট করার সময় খুবই সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক ডিজিটাল পেমেন্ট করার সময় সুরক্ষিত থাকার উপায়!
advertisement

কার্ডের তথ্য সেভ করা উচিত নয় -

অনলাইনে কেনাকাটা করার সময় নিজেদের ডেবিট এবং ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য কখনও সেভ করা উচিত নয়। এক্ষেত্রে অনেকেই আছেন যাঁরা ভবিষ্যতে সেখান থেকে কেনাকাটা করার সময় দ্রুত অনলাইন পেমেন্ট করার জন্য নিজেদের কার্ডের সমস্ত ডিটেলস সেভ করে রাখেন। কিন্তু এটি করলে নিজেদের সমস্যায় পড়তে হতে পারে।

advertisement

আরও পড়ুন: আজ কলকাতায় সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম? জেনে নিন এখানে

প্রাইভেট উইন্ডো -

সুরক্ষিতভাবে ডিজিটাল পেমেন্ট করার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হল অফিসিয়াল এবং বিশ্বাসযোগ্য অ্যাপের মাধ্যমে অনলাইন ট্রানজাকশন করা। এক্ষেত্রে অচেনা কোনও ওয়েবসাইট এবং অ্যাপে ডিজিটাল পেমেন্ট করা উচিত নয়। Upwards-এর সিইও এবং কো-ফাউন্ডার অভিষেক সোনি জানিয়েছেন যে, ডিজিটাল প্রেমেন্ট করার সময় প্রাইভেট অথবা ভার্চুয়াল ব্রাউজার ব্যবহার করা দরকার, যা শুরু হয় https:// দিয়ে। এটি ডিজিটাল ট্রানজাকশনের ক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষা প্রদান করে থাকে।

advertisement

পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয় -

নিজেদের আর্থিক সুরক্ষার জন্য এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্য যে কারও সঙ্গে নিজেদের পাসওয়ার্ড কখনও শেয়ার করা উচিত নয়। এই ক্ষেত্রে নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড শেয়ার করলে যে কোনও সময় বিপদে পড়তে হতে পারে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখা দরকার যে, ব্যাঙ্ক অথবা যে কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ফোন করে কখনও এটিএমের পিন ও পাসওয়ার্ড চাওয়া হয় না। এক্ষেত্রে অচেনা বা অজানা কোনও জায়গা থেকে ফোন, মেসেজ অথবা মেল এলে নিজেদের পিন ও পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়।

advertisement

আরও পড়ুন: ভবিষ্যত অর্থনীতি কি নিয়ন্ত্রণ করবে ক্রিপ্টোকারেন্সিই? দেখে নিন কী বলছে সমীক্ষা

Payworld-এর সিওও প্রবীণ ধাবাই জানিয়েছেন যে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এবং নিজেদের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় বিশ্বাসযোগ্য অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করা উচিত।

যে কোনও ডিভাইস ও ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা উচিত নয় -

advertisement

ডিজিটাল পেমেন্ট করার সময় যে কোনও ডিভাইস অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা উচিত নয়। কারণ সাইবার হ্যাকারদের নজর সবসময় এই ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক এবং ডিভাইসের ওপরেই থাকে। সেখান থেকে একবার ডিজিটাল পেমেন্ট করলে সেই গ্রাহকের সমস্ত তথ্য হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে।

Vivifi India Finance Private Limited-এর ফাউন্ডার অনিল পিনাপালা জানিয়েছেন যে, প্রয়োজনের সময়ও অন্যের ডিভাইস ও পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল ট্রানজাকশন করা উচিত নয়। সবসময় নিজেদের ডিভাইস অথবা মোবাইল থেকেই এই ধরনের ডিজিটাল পেমেন্ট করা উচিত।

ফ্রড অ্যাপ -

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে। কিন্তু চোখ বন্ধ করে সেই সমস্ত অ্যাপ ব্যবহার করা উচিত নয়। এই ধরনের অ্যাপ ডাউনলোড করার আগে ভাল করে সেই অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ বর্তমানে এমন বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যেখান থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি সংগঠিত হচ্ছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডিজিটালি পেমেন্ট করেন? এই কয়েক বিষয়ে সতর্ক না হলেই অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল