TRENDING:

টাকায় রেকর্ড পতন !

Last Updated:

শুক্রবার টাকার দাম পড়ল সবচেয়ে বেশি ৷ ডলারের তুলনায় টাকার মূল্য হল ৬৯ টাকা ১২ পয়সা , যা সাম্প্রতিক কালে সবচেয়ে কম ৷ এর কারণ হিসেবে উঠে আসছে চিনা মুদ্রার দাম পড়ে যাওয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শুক্রবার টাকার দাম পড়ল সবচেয়ে বেশি ৷ ডলারের তুলনায় টাকার মূল্য হল ৬৯ টাকা ১২ পয়সা , যা সাম্প্রতিক কালে সবচেয়ে কম ৷ এর কারণ হিসেবে উঠে আসছে চিনা মুদ্রার দাম পড়ে যাওয়া ৷ মার্কিন ডলারের তুলনায় চিনা মুদ্রা ইউয়ানের দাম কমেছে প্রায় ৬. ৭৯ শতাংশ ৷ গত ২ বছরে এই রেকর্ড পতনের সাক্ষী থাকছে চিন ৷  চিন-আমেরিকা বাণিজ্য সম্পর্কে জটিলতার ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা রয়েছে ৷ যে কারণে এশিয়ার অন্যান্য দেশগুলিতেও কমেছে তাঁদের নিজস্ব মুদ্রার দাম। যার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায় ৷ সকালে টাকার মূল্য অনেকটা কম থাকলেও, পরের দিকে তা বেড়ে দাঁড়ায় ৬৮.৮৫ ৷
advertisement

আরও পড়ুন ঠান্ডা পানীয়ের প্লাস্টিকের খালি বোতল বেচলে পেতে পারেন টাকা, হতে পারে রোজগার

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এর আগে ২৮ জুন টাকার মূল্য কমে দাঁড়িয়েছিল ৬৯ টাকা ১০ পয়সা। কিন্তু শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় তা বেড়ে যায়।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকায় রেকর্ড পতন !