বিদেশে গিয়ে দেশের কার্ড ব্যবহার করা যাবে৷ ফলে বিদেশ যাত্রীদের কেনাকাটা আরও সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে বিদেশে পঠনরত ছাত্রছাত্রীদের জন্যেও এটি বড় সুখবর৷ উপকৃত হবেন ব্যবসায়ীরাও৷
কী এই ফরেক্স রুপে কার্ড?
ফরেক্স রুপে কার্ড হল প্রিপেড কার্ড৷ এটি ইন্ডিয়ান মাল্টিন্যাশানাল ফিনান্সিয়াল সার্ভিস পেমেন্ট নেটওয়ার্ক অর্থাৎ ভারতীয় বহুজাতিক আর্থিক পরিষেবা প্রদানের একটি নেটওয়ার্ক। ২০১২ সালে RBI এই পরিষেবা চালু করে৷ দেশে রিটেল পেমেন্টের চল আরও বাড়াতেই এই পরিষেবা চালু হয়৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফরেক্স রুপে কার্ড চালু করে৷ ক্যাশলেস ইকোনমি গড়ে তোলার লক্ষ্যেও তৈরি হয়েছিল ফরেক্স রুপে কার্ড৷
advertisement
RuPay ডেবিট কার্ড
পেমেন্ট করার জন্য রুপে ডেবিট কার্ড ব্যবহার করা হয়৷ ব্যাঙ্কগুলি দেশের পয়েন্ট অফ সেল ডিভাইস (পিওএস), এটিএম এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে রুপে কার্ড ব্যবহার করা হয়৷ ভারতে রপে কার্ডের সঙ্গে লোকাল কার্ডের সুবিধা যোগ করে আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করছে৷
আরও পড়ুন: আবার বদল অশোধিত তেলের দামে! কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কত হল দেখুন
ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয় রপে ডেবিট কার্ড৷ ব্যাঙ্ক গ্রাহকের যোগ্যতার মাধ্যমে আলাদা আলাদা রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ শুধু গ্রাহকরাই নয়, রুপে কার্ডের মাধ্যমে সুবিধা পায় ব্যাঙ্কও৷