TRENDING:

Rupay Card: বড় ঘোষণা RBI-র! বিদেশেও চলবে দেশের ‘এই’ কার্ড, থাকবে না নগদ টাকা রাখার টেনশন

Last Updated:

বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা করল আরবিআই। এখন যে কোনও ব্যাঙ্ক ফরেক্স রুপে কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷ দেশের কার্ড দিয়েই হয়ে যাবে বিদেশের খরচখরচা৷ কয়েকদিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই৷
advertisement

বিদেশে গিয়ে দেশের কার্ড ব্যবহার করা যাবে৷ ফলে বিদেশ যাত্রীদের কেনাকাটা আরও সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে বিদেশে পঠনরত ছাত্রছাত্রীদের জন্যেও এটি বড় সুখবর৷ উপকৃত হবেন ব্যবসায়ীরাও৷

কী এই ফরেক্স রুপে কার্ড?

ফরেক্স রুপে কার্ড হল প্রিপেড কার্ড৷ এটি ইন্ডিয়ান মাল্টিন্যাশানাল ফিনান্সিয়াল সার্ভিস পেমেন্ট নেটওয়ার্ক অর্থাৎ ভারতীয় বহুজাতিক আর্থিক পরিষেবা প্রদানের একটি নেটওয়ার্ক। ২০১২ সালে RBI এই পরিষেবা চালু করে৷ দেশে রিটেল পেমেন্টের চল আরও বাড়াতেই এই পরিষেবা চালু হয়৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফরেক্স রুপে কার্ড চালু করে৷ ক্যাশলেস ইকোনমি গড়ে তোলার লক্ষ্যেও তৈরি হয়েছিল ফরেক্স রুপে কার্ড৷

advertisement

RuPay ডেবিট কার্ড

পেমেন্ট করার জন্য রুপে ডেবিট কার্ড ব্যবহার করা হয়৷ ব্যাঙ্কগুলি দেশের পয়েন্ট অফ সেল ডিভাইস (পিওএস), এটিএম এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে রুপে কার্ড ব্যবহার করা হয়৷ ভারতে রপে কার্ডের সঙ্গে লোকাল কার্ডের সুবিধা যোগ করে আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করছে৷

আরও পড়ুন: আবার বদল অশোধিত তেলের দামে! কলকাতায় পেট্রোল ডিজেলের দাম কত হল দেখুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া হয় রপে ডেবিট কার্ড৷ ব্যাঙ্ক গ্রাহকের যোগ্যতার মাধ্যমে আলাদা আলাদা রুপে ডেবিট কার্ড দেওয়া হয়৷ শুধু গ্রাহকরাই নয়, রুপে কার্ডের মাধ্যমে সুবিধা পায় ব্যাঙ্কও৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rupay Card: বড় ঘোষণা RBI-র! বিদেশেও চলবে দেশের ‘এই’ কার্ড, থাকবে না নগদ টাকা রাখার টেনশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল