এর আগে গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা 24x7x365 করা হয়েছিল ৷ আরবিআই তাদের পলিসিতে জানিয়েছিল সেই সময় থেকে সিস্টেম ঠিকঠাক কাজ করছে ৷
RTGS এর মাধ্যমে রিয়েল টাইমে ফান্ড ট্রান্সফার করার সুবিধা পাওয়া যায় ৷ বড় অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে এই মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে ৷ RTGS-এ ২ লক্ষ টাকার নীচে টাকা ট্রান্সফার করা যায় না ৷ অনলাইন বা ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে দু’ভাবেই এই মাধ্যম ব্যবহার করা যেতে পারে ৷ অনলাইনে ক্ষেত্রে কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না ৷ তবে ব্যাঙ্কের শাখায় গিয়ে এই পরিষেবা ব্যবহার করলে অতিরিক্ত শুল্ক দিতে হয় ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটি সুদের হারে কোনও বদল করেনি ৷ আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস নেতৃত্বে ৬ সদস্যের মনিটরি পলিসি কমিটি সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়েছে ৷ রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে ৷
NEFT- ন্যাশনাল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার একটি ইলেক্ট্রনিক পেমেন্ট মোড ৷ একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সহজেই টাকা ট্রান্সফার করা সম্ভব এর মাধ্যমে৷ NEFT এর মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই টাকা ট্রান্সফার হয়ে যায় ৷ এর জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হয় না ৷ তবে ব্যাঙ্কের শাখা থেকে NEFT করালে অতিরিক্ত শুল্ক দিতে হয় ৷ এই পরিষেবা 24X7 পাওয়া যায় ৷