দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহদের থেকে পেনাল্টি চার্জ নেওয়া হয়ে থাকে ৷ কেন্দ্রের তরফে দেওয়া ছাড় ৩০ জুন অর্থাৎ গতকাল শেষ হয়ে গিয়েছে ৷ তবে এরপর কোনও ব্যাঙ্কের তরফে তা বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি ৷ ফলে এই মাস থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে গ্রাহকদের বলে মনে করা হচ্ছে ৷ এবং তা না রাখলে দিতে হবে পেনাল্টি চার্জ ৷ একই ভাবে এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রেও নির্ধারিত লিমিটের বেশি লেনদেন করলে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
advertisement
আগের নিয়ম অনুযায়ী গ্রাহকরা মেট্রো শহরে ৮ ও নন মেট্রো শহরে ১০টি ট্রানজাকশন করতে পারবেন বিনামূল্যে৷ নির্ধারিত লিমিটের বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
Location :
First Published :
July 01, 2020 12:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে ATM ও ব্যাঙ্ক সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি....