TRENDING:

NPS: ন্যাশনাল পেনশন স্কিমের নিয়মে পরিবর্তন, এখন অ্যাকাউন্ট খুললেই মিলবে কমিশন!

Last Updated:

২০২২-এর ১ সেপ্টেম্বর থেকে পিওপি বা পয়েন্ট অফ প্রেজেন্স অ্যাকাউন্ট খুললে ১৫ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিশন পাওয়া যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ন্যাশনাল পেনশন স্কিমের (National Pension Scheme) নিয়ম বদলে গেল। এই খবর জানিয়েছে ন্যাশনাল পেনশন স্কিম রেগুলেটর, পেনশন ফান্ড রেগুলেটরি এবং ডেভেলপমেন্ট অথরিটি। এখন থেকে এনপিএস (NPS) অ্যাকাউন্ট খুললেই মিলবে পয়েন্ট অফ প্রেজেন্স অর্থাৎ কমিশন।
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

ব্যাঙ্ক, এনবিএফসি এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকেই পয়েন্ট অফ প্রেজেন্স পাওয়া যাবে। এখানেও এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন গ্রাহকরা। অন্যান্য সুবিধেও পাওয়া যায়। নতুন নিয়ম অনুযায়ী, ২০২২-এর ১ সেপ্টেম্বর থেকে পিওপি বা পয়েন্ট অফ প্রেজেন্স অ্যাকাউন্ট খুললে ১৫ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিশন পাওয়া যাবে।

আরও পড়ুন: সোনার গয়নার মতো গোল্ড বন্ডেও কি লোন পাওয়া যাবে? জানুন বিস্তারিত!

advertisement

পিএফআরডিএ বলছে, আরও বেশি করে পিওপি অ্যাকাউন্ট খুলতে উৎসাহ দেওয়াই এই পদক্ষেপের মূল লক্ষ্য। ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এনপিএস প্রকল্প নিয়ে গ্রাহকদের মধ্যে আরও বেশি প্রচার করবে। শুধু তাই নয়, যাঁরা এখনও ফি-এর ক্ষেত্রে ক্ষতির মুখে পড়ছেন, তাঁদের কিছুটা সুরাহাও দেবে পিওপিএস। তবে পিএফআরডিএ এটাও স্পষ্ট করে দিয়েছে, এই কমিশন পিওপি-কে তখনই প্রদান করা হবে যখন গ্রাহক তাঁর অ্যাকাউন্ট থেকে ‘অল সিটিজেন মডেল’-এর অধীনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি অর্থ পাঠানোর জন্য বেছে নেবেন।

advertisement

বিনিয়োগের পরিমাণের উপর ০.২০ শতাংশ কমিশন পাওয়া যাবে: পিএফআরডিএ জানিয়েছে, ২০২২-এর ১ সেপ্টেম্বর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য এনপিএস সম্প্রসারণে সমর্থনকারী পিওপি-কে কমিশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেনশন নিয়ন্ত্রক আরও জানিয়েছে, জাতীয় পেনশন সিস্টেমে অবদানের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি অর্থ স্থানান্তর করা যাবে ই-এনপিএসের মতো। এ বিষয়ে কমিশন দেওয়া হবে পিওপিকে।

advertisement

সরাসরি অর্থ স্থানান্তরের ক্ষেত্রে, পিওপি-কে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ০.২০ শতাংশ কমিশন দেওয়া হবে। কমিশনের অর্থমূল্য সর্বনিম্ন ১৫ টাকা এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা। এই কমিশন শুধুমাত্র গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। নির্দিষ্ট ব্যবধানে তিনি যে ইউনিটে বিনিয়োগ করেছেন তার সংখ্যা কমিয়ে এটি পুনরুদ্ধার করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এনপিএস কী: এনপিএস হল জাতীয় পেনশন স্কিম। এটা কেন্দ্রীয় সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ। সরকারি কর্মীদের জন্য ২০০৪ সালে এই প্রকল্প শুরু হয়। তবে ২০০৯ সালে সাধারণ জনগণের জন্য এই প্রকল্প উন্মুক্ত করে দেওয়া হয়। এককথায় জাতীয় পেনশন স্কিম হল অবসর গ্রহণের জন্য একটি স্বেচ্ছাসেবী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NPS: ন্যাশনাল পেনশন স্কিমের নিয়মে পরিবর্তন, এখন অ্যাকাউন্ট খুললেই মিলবে কমিশন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল