রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের গত অর্থবর্ষে সবমিলিয়ে বৃদ্ধির হার ১৭৭.৫ শতাংশ ৷ রাজস্ব বৃদ্ধি পেয়েছে ৬.২ শতাংশ ৷ সবমিলিয়ে টাকার অঙ্কে যা ১৪৮৩৫ কোটি টাকা ৷ ইন্টারনেট ডেটার ব্যবহারও বেড়েছে ৷ ডিসেম্বর ত্রৈমাসিকে (Q3) যা ছিল ইউজার প্রতি ১১.১ জিবি, সেটা শেষ ত্রৈমাসিকে (Q4) বেড়ে হয়েছে ১১.৩ জিবি ৷ সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়েছে অনেকাংশেই ৷ লকডাউনের মধ্যে ইন্টারনেট ব্যবহার বেড়েছে ৫০ শতাংশের বেশি ৷
advertisement
তবে লকডাউনের মধ্যেই ইতিহাসও গড়েছে রিলায়েন্স। রিলায়েন্স জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার নিয়েছে ফেসবুক। ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা ঢালছে মার্ক জুকারবার্গের সংস্থা। দুনিয়ার সবচেয়ে বেশি ফেসবুক গ্রাহক ভারতে। দুনিয়ার অন্যতম বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। এই দুই সংস্থা হাত মেলানোয় ডিজিটাল দুনিয়ায় আলোড়নের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বিশেষত খুচরো ব্যবসা, ও ডিজিটাল লেনদেনে আরও বড় চমকের অপেক্ষা।
৬ বছর আগে গোটা বিশ্বকে চমকে দিয়ে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক। এই চুক্তির পরই ডিজিটাল দুনিয়ায় হোয়াটসঅ্যাপ বিপ্লব। লকডাউনে কার্যত গোটা দুনিয়া যখন থমকে, তখন আর এক বিপ্লবের সাক্ষী গোটা দুনিয়া। তবে এবার তার অভিমুখ ভারতে। রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার হাতে নিয়েছে ফেসবুক। শুধু টাকার অঙ্ক নয়, এই চুক্তির মাধ্যমে আরও বড় পরিবর্তন আসতে চলেছে ভারতে। মত প্রযুক্তিবিদ ও আর্থিক বিশেষজ্ঞদের। এই চুক্তির মাধ্যমেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ এসেছে ৷ জিও-র ৯.৯৯ শতাংশ শেয়ার নিচ্ছে ফেসবুক ৷ মোট ৪৩,৫৭৪ কোটি লগ্নি ফেসবুকের ৷