এর পাশাপাশি অন্য দিকে আবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ডে আরও একটি পরিবর্তন হয়েছে। কারণ নীতা আম্বানি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। তবে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন পদে তিনি আসীন থাকছেন। আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নীতা আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ডের সমস্ত বৈঠকে একজন স্থায়ী আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকবেন। আর বার্ষিক সাধারণ সভার ঘোষণা অনুযায়ী পরবর্তী ৫ বছরের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদে আসীন থাকছেন মুকেশ আম্বানি।
advertisement
বৃহৎ সমষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নতুন প্রজন্মের তিন জন লিডার। আর তাঁদের নিয়ে উত্তরাধিকার পরিকল্পনার বিষয়ে খুবই নিখুঁত ভাবে কাজ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড:
ইশা আম্বানি: লিডার অফ রিলায়েন্স রিটেল (অগাস্ট ২০২২)
আকাশ আম্বানি: চেয়ারম্যান রিলায়েন্স জিও (জুন ২০২২)
অনন্ত আম্বানি: লিডার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এনার্জি ভার্টিক্যাল (Aug 2022)
এই পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে ইশা, আকাশ এবং অনন্তকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যেই বিভিন্ন ব্যবসার প্রধান করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ২০২১ সালের ডিসেম্বর মাসে অবশ্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এই লিডারশিপ সংক্রান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মুকেশ আম্বানি। তখন তিনি জানিয়েছিলেন, “আকাশ, ইশা এবং অনন্ত পরবর্তী প্রজন্মের লিডার হিসেবে রিলায়েন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, এ বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।”