TRENDING:

অগাস্ট মাসে রেকর্ড ইউনিট গাড়ি বিক্রি রেনোঁর !

Last Updated:

দেশে গাড়ির বাজার যে খারাপ নয়, তা ফের একবার প্রমাণ করল রেনোঁ ইন্ডিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে গাড়ির বাজার যে খারাপ নয়, তা ফের একবার প্রমাণ করল রেনোঁ ইন্ডিয়া ৷ অগাস্ট মাসে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি হল সংস্থার ৷ এই এক মাসে মোট ১২,৯৭২ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে রেনোঁর ৷ এক মাসের মধ্যে এত সংখ্যক গাড়ি বিক্রি এই প্রথম ৷ গত বছরের অগাস্টে গাড়ি বিক্রির পরিমাণ ছিল ১৫২৭ ইউনিট ৷ পাশাপাশি চলতি বছর জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত মোট গাড়ি বিক্রির পরিমাণ ৮৬,৮৩৫ ইউনিট ৷ গতবার এই সময় রেনোঁ ইন্ডিয়ার যা গাড়ি বিক্রি হয়েছিল, এবছর তার পরিমাণ বেড়েছে ২২৭ শতাংশ ৷
advertisement

এদিকে এবার নতুন করে ভারতের বাজারে পা রাখল ‘জিপ’। যদিও একেবারে নতুন ভাবেই ‘জিপ’ ব্র্যান্ড-কে এ দেশে হাজির করল সেটির প্রস্তুতকারক ইতালীয়-মার্কিন বহুজাতিক ফিয়াট-ক্রিসলার অটোমোবাইলস (এফসিএ)।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি বছরেই জিপ ব্র্যান্ডটি ভারতে আনার কথা জানিয়েছিল এফসিএ। মঙ্গলবার যোধপুরে আনুষ্ঠানিক ভাবে ভারতে এল জিপ-এর দুটি ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল’ (এসইউভি)— ‘র‌্যাঙ্গলার’ ও ‘গ্র্যান্ড চেরোকি’। আপাতত পুরোদস্তুর আমদানি করা হলেও আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রঞ্জনগাঁওয়ে ফিয়াটের কারখানায় সেগুলি তৈরি হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অগাস্ট মাসে রেকর্ড ইউনিট গাড়ি বিক্রি রেনোঁর !