রিলায়েন্স জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের ৫জি পরিষেবা ভগবান শ্রীনাথজিকে সমর্পিত করা হয়েছে। রাজসমন্দ জেলা ছাড়াও ভারতের চারটি শহরে জিও ৫জি সার্ভিস চালু করা হয়েছে। রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি তাঁদের ৫জি পরিষেবা ভগবান শ্রীনাথজিকে উৎসর্গ করে জানিয়েছেন যে, ভারতের চারটি বড় শহরের পর রাজস্থানের নাথদ্বারেও জিও ৫জি পরিষেবা পাওয়া যাবে। এর আগে রিলায়েন্স জিও-র ৫জি পরিষেবা চালু করা হয়েছিল দিল্লি, মুম্বই, কলকাতা এবং বারাণসীতে।
advertisement
রাজভোগ ঝাঁকির দর্শন:
জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি ৫জি পরিষেবা লঞ্চ করার পাশাপাশি ভগবান শ্রীনাথজির রাজভোগ ঝাঁকি দর্শনও সেরেছেন। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী শ্লোকা আম্বানিও।
আরও পড়ুন: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি
চেন্নাইয়ে ট্রু ৫জি পরিষেবার সূচনা:
রাজস্থানের নাথদ্বারের পাশাপাশি জিও চেন্নাইয়েও ট্রু ৫জি সার্ভিস চালু করতে চলেছে। আজই চেন্নাইয়েও চালু করা হয়েছে জিও ৫জি নেটওয়ার্ক। ইতিমধ্যেই ভারতের কয়েকটি শহরে জিও ৫জি পরিষেবা চালু করা হয়েছে। রিলায়েন্স জিও ধীরে ধীরে ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দিতে চলেছে তাদের ৫জি পরিষেবা।
ট্রু ৫জি:
টু ৫জি জিও-র একটি নতুন টেকনিক। যা উপভোক্তাদের সবথেকে বেশি এবং সবথেকে সঠিক স্পেকট্রাম দেয়। এমন মিক্স স্পেকট্রাম ভারতে অন্য কোনও টেলিকম সংস্থার কাছে নেই। এই স্পেকট্রাম কভারেজ ক্যাপাসিটি এবং কোয়ালিটির দিক দিয়ে সব থেকে সেরা। এই স্পেকট্রাম ৭০০ এমএইচজেড, ৩৫০০ এমএইচজেড এবং ২৬ জিএইচজেড-এর উপরে কাজ করে।
জিও-র ওয়েলকাম অফার:
রিলায়েন্স জিও সম্প্রতি চালু করেছে ওয়েলকাম অফার! এই অফারের মাধ্যমে ব্যবহারকারীরা আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন। কিন্তু এই অফার নির্দিষ্ট কয়েকজন ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এ-ক্ষেত্রে ব্যবহারকারীরা
এই পরিষেবা পাওয়ার জন্য তাঁদের মাই জিও অ্যাপ পরিষেবা চেক করতে পারেন। এর জন্য সবার প্রথমেই মাই জিও অ্যাপ খুলতে হবে। সেখানেই জিও ব্যবহারকারীরা দেখতে পাবেন জিও ওয়েলকাম অফারের ব্যানার। এ-বার সেই ব্যানারে ক্লিক করতে হবে। আর সেই অফারের সুবিধা নিতে গেলে রেজিস্টারও করতে হবে।
ব্যবহারকারীদের শহরে জিও ৫জি পরিষেবা উপলব্ধ থাকলে এবং সেই ব্যবহারকারীর ফোনে ৫জি সার্ভিস কাজ করলে, জিও-র এই অফারের সুবিধা উপভোগ করা যাবে। কিন্তু এ-ক্ষেত্রে এই অফার পাওয়ার জন্য আর কিছু দিন অপেক্ষা করতে হবে।