TRENDING:

Mukesh Ambani: বিশ্বের সেরা ১০ সংস্থার তালিকায় পৌঁছানো রিলায়েন্সের লক্ষ্য, বললেন মুকেশ আম্বানি

Last Updated:

Mukesh Ambani: রিলায়েন্স ফ্যামিলি ডে-এর অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত বলেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম তৈল শোধনকারী সংস্থা থেকে শুরু করে দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করা, মাত্র কয়েক বছরের মধ্যে এই অসম্ভবকে সম্ভব করার পরেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বললেন, আত্মতুষ্টির কোনও স্থানই নেই, বিশ্বের সেরা ১০টি বাণিজ্যিক সংস্থার তালিকায় রিলায়েন্সকে নিয়ে যাওয়াই এখন লক্ষ্য৷
advertisement

‘রিলায়েন্স ফ্যামিলি ডে’-এর অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত বলেন তিনি৷ বলেন, রিলায়েন্সের আশু লক্ষ্য পৃথিবীর ডিজিটাল ডেটা প্ল্যাটফর্ম ও এআই অ্যাডপশনের জগতে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করা৷

তিনি বলেন, ‘বর্তমানে দেশের অন্দরে ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুত বাণিজ্যিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে৷ এখন থিতু হওয়ার কোনও সুযোগই নেই৷ রিলায়েন্স কোনওদিনই আত্মতুষ্টিতে ভোগেনি৷ আগামী দিনেও ভুগবে না৷ বরং রিলায়েন্স পরিচিত নিয়মিত নব্যপথ খুঁজে বার করা ও নতুন দিক খুলে দিয়ে বাজারকে নাড়িয়ে দেওয়ার কারণে৷’

advertisement

মুম্বইয়ের একটি ছোট্ট কাপড়ের ব্যবসা থেকে শুরু হয়েছিল যাত্রা৷ তারপর পেট্রো-কেমিক্যালসের ব্যবসায় ক্রমে বিশাল আকার ধারণ করে বাণিজ্য৷ দেশের সর্বোচ্চ তৈল উৎপাদনকারী সংস্থা হয়ে ওঠে এটি৷ এর পর দেশে তৈল শোধনকারী সংস্থা হিসাবে ক্রমে তালিকায় উপরের দিকে উঠে আসে৷ তার পর ধীরেধীরে এটি আরও বড় আকার ধারণ করে৷ বর্তমানে এটি পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনকারী কমপ্লেক্স তৈরি করে ফেলে৷ এর পর ২০০৫ সালে এটি প্রবেশ করে রিটেল সেক্টরে এবং এটি ক্রমে দেশের সর্ববৃহৎ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানের বাণিজ্য শুরু করে৷ শুরু হয় হাইপার মার্কেট অনলাইন রেট বাণিজ্যও৷ এর পর ২০১৬ সালে শুরু হয় জিও-এর যাত্রা৷ ক্রমে এটি ভারতের সর্ববৃহৎ ও পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ অপরেটর হিসাবে উঠে আসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে রিলায়েন্স গিগা-স্কেল কারখানা তৈরি করছে শক্তি ক্ষেত্রের জন্য এ ছাড়াও অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্রেও সংস্থা প্রবেশ করছে৷ আম্বানি বৃহস্পতিবার বলেন, ‘আমরা মানদণ্ড অনেকটা উঁচুতে প্রতিষ্ঠা করেছি৷ আমরা তার থেকেও ওপরে লাফ দিয়ে নতুন এক রেকর্ড তৈরি করতে চাইছি৷ এ ভাবেই রিলায়েন্স এক অসামান্য গ্রোথ বা উন্নতিকে ছুঁয়েছে৷’

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mukesh Ambani: বিশ্বের সেরা ১০ সংস্থার তালিকায় পৌঁছানো রিলায়েন্সের লক্ষ্য, বললেন মুকেশ আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল