‘রিলায়েন্স ফ্যামিলি ডে’-এর অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির জন্মদিনে বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়ে বিস্তারিত বলেন তিনি৷ বলেন, রিলায়েন্সের আশু লক্ষ্য পৃথিবীর ডিজিটাল ডেটা প্ল্যাটফর্ম ও এআই অ্যাডপশনের জগতে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করা৷
তিনি বলেন, ‘বর্তমানে দেশের অন্দরে ও আন্তর্জাতিক ক্ষেত্রে দ্রুত বাণিজ্যিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে৷ এখন থিতু হওয়ার কোনও সুযোগই নেই৷ রিলায়েন্স কোনওদিনই আত্মতুষ্টিতে ভোগেনি৷ আগামী দিনেও ভুগবে না৷ বরং রিলায়েন্স পরিচিত নিয়মিত নব্যপথ খুঁজে বার করা ও নতুন দিক খুলে দিয়ে বাজারকে নাড়িয়ে দেওয়ার কারণে৷’
advertisement
মুম্বইয়ের একটি ছোট্ট কাপড়ের ব্যবসা থেকে শুরু হয়েছিল যাত্রা৷ তারপর পেট্রো-কেমিক্যালসের ব্যবসায় ক্রমে বিশাল আকার ধারণ করে বাণিজ্য৷ দেশের সর্বোচ্চ তৈল উৎপাদনকারী সংস্থা হয়ে ওঠে এটি৷ এর পর দেশে তৈল শোধনকারী সংস্থা হিসাবে ক্রমে তালিকায় উপরের দিকে উঠে আসে৷ তার পর ধীরেধীরে এটি আরও বড় আকার ধারণ করে৷ বর্তমানে এটি পৃথিবীর সর্ববৃহৎ তৈল শোধনকারী কমপ্লেক্স তৈরি করে ফেলে৷ এর পর ২০০৫ সালে এটি প্রবেশ করে রিটেল সেক্টরে এবং এটি ক্রমে দেশের সর্ববৃহৎ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকানের বাণিজ্য শুরু করে৷ শুরু হয় হাইপার মার্কেট অনলাইন রেট বাণিজ্যও৷ এর পর ২০১৬ সালে শুরু হয় জিও-এর যাত্রা৷ ক্রমে এটি ভারতের সর্ববৃহৎ ও পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ অপরেটর হিসাবে উঠে আসে৷
বর্তমানে রিলায়েন্স গিগা-স্কেল কারখানা তৈরি করছে শক্তি ক্ষেত্রের জন্য এ ছাড়াও অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্রেও সংস্থা প্রবেশ করছে৷ আম্বানি বৃহস্পতিবার বলেন, ‘আমরা মানদণ্ড অনেকটা উঁচুতে প্রতিষ্ঠা করেছি৷ আমরা তার থেকেও ওপরে লাফ দিয়ে নতুন এক রেকর্ড তৈরি করতে চাইছি৷ এ ভাবেই রিলায়েন্স এক অসামান্য গ্রোথ বা উন্নতিকে ছুঁয়েছে৷’