TRENDING:

ফের রিলায়েন্স ধামাকা! সংস্থার রিটেল ব্যবসায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Silver Lake-এর

Last Updated:

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিটেল ব্যবসায় মোট ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে SLP ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জিও প্ল্যাটফর্মের শেয়ার আগেই কিনেছিল সংস্থা ৷ এবার রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও বিপুল অঙ্কের লগ্নি করার কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক পার্টনার্স (SLP) ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিটেল ব্যবসায় মোট ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে সংস্থা ৷ কয়েক দিন আগেই ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছিল রিলায়েন্সের ৷ তারপর কয়েকদিন যেতে না যেতেই মুকেশ আম্বানির সংস্থার জন্য আরও একটা সুখবর ৷ এবার রিলায়েন্স রিটেলের ১.৭৫ শতাংশ শেয়ার কিনছে সিলভার লেক ৷
advertisement

এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’

advertisement

সিলভার লেক পার্টনার্স এর আগে Twitter, Airbnb, Alibaba, Dell Technologies, ANT Financials, Twitter, Alphabet’s Waymo এবং Verily-র মতো বিশ্বের সেরা বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করেছে ৷ এবছর ভারতে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও-তে বিনিয়োগের পরেই এবার মুকেশ আম্বানির রিটেল ব্যবসাতেও বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

এর আগে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী (Future Group) অধিগ্রহণের কথা ঘোষণা করে, খুচরো ও পাইকারি ব্যবসায় বড়সড় চমক দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd)। চুক্তি অনুযায়ী, ২৪ হাজার ৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি ব্যবসার পাশাপাশি পণ্য পরিবহণ ও গুদামের ব্যবসার রাশ রিলায়েন্সের হাতে থাকবে। বাণিজ্যমহলের ধারণা, এই অধিগ্রহণের ফলে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের রিলায়েন্স ধামাকা! সংস্থার রিটেল ব্যবসায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Silver Lake-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল