টিভি দেখা, দ্রুত গতির নেট পরিষেবা, দেশের জনপ্রিয় সব ওটিটি দেখার সুযোগ সঙ্গে ভয়েস কল -- এক ম্যাজিক বক্সেই সব হাজির। স্মার্ট টিভিও লাগবে না। সাধারণ টিভিতেই দেখা যাবে ওটিটি চ্যানেল। শুধু প্রয়োজন জিও ফাইবার বক্স। এক বক্সেই থাকছে অনেক সুযোগ। বিনোদন থেকে অফিসের কাজ -- জিও ফাইবার প্ল্যান পকেটের দিক থেকেও স্বস্তি দিচ্ছে।
advertisement
জিও ফাইবার যেন উপহারের ডালি ৷ এতে থাকছে ফ্রি ভয়েস কল, দ্রুতগতির ইন্টারনেট, লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ৷ ভারতে এখন ওটিটি-র রমরমা। বিপুল সাবস্ক্রিপশন ফি-র জন্য অধিকাংশ গ্রাহকই একাধিক ওটিটি নিতে পারেননা। জিও ফাইবারে দেশের প্রথম সারির সবকটি ওটিটি দেখার সুযোগ থাকছে।
জিও ফাইবারে ফ্রি ওটিটির তালিকা
--------------
নেটফ্লিক্স
অ্যামাজন প্রাইম
ডিজনি হটস্টার
জি ফাইভ
সোনি LIV
VOOT
এএলটি বালাজি
সান NXT
আলাদাভাবে এই ওটিটি নিতে গেলে খরচ অনেক। নেটফ্লিক্স - - ৭৯৯ টাকা (মাসে) ৷ আমাজন প্রাইম - ১২৯ টাকা ( মাসে) ৷ ডিজনি হটস্টার - ৩৯৯ টাকা ( বছরে) ৷ জি ফাইভ - ৯৯৯ টাকা (বছরে) ৷
জিও-র প্ল্যানে সবকটি ওটিটি-ই পাওয়া যাচ্ছে বিনামূল্যে ৷ রিলায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ আম্বানির দাবি, ‘‘জিও ফাইবারের মাধ্যমে আমরা প্রত্যেকের ঘরে পৌঁছতে চাই। জিও ফাইবার ভারতবাসীর জীবনকে আরও সহজ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে ৷’’