TRENDING:

Jio Phone 5G Price: বাজারে আসতে চলেছে সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার্স

Last Updated:

Jio 5G ফোনে কী কী ফিচার্স থাকতে পারে -

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ৪জি পরিষেবার সঙ্গে গোটা দেশে টেলিকম বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ এবার আরও একধাপ এগিয়ে গেল মুকেশ আম্বানির সংস্থা ৷ দীর্ঘ অপেক্ষার পর এবার ৪জি-র পর আসতে চলেছে ৫জি পরিষেবা ৷ টেলিকম সেক্টরের পাশাপাশি এবার টেক দুনিয়াতেও নিজের এক আলাদা পরিচয় তৈরি করছে রিলায়েন্স ৷ আজ, ষষ্ঠীর দিনই ৫জি প্রযুক্তির সাক্ষী হতে চলেছে দেশ ৷ ভারতে চালু হবে ৫জি পরিষেবা ৷ দিল্লি প্রগতি ময়দানে ৫জি পরিষেবা চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷এর জেরে এবার সবচেয়ে সস্তায় ৫জি ফোন নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও ৷
advertisement

জিও ৫জি ফোন হতে চলেছে সবচেয়ে সস্তা!

AGM 2022 রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, Google এর সহযোগিতায় জিও সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে ৷

আরও পড়ুন: আরও উন্নত ও গতিশীল ইন্টারনেট পরিষেবা, আজ ৫জি বিপ্লবের সাক্ষী হবে দেশ

জেনে নিন কত দাম হতে চলেছে Jio Phone 5G ফোনের ?

advertisement

বেশ কিছুদিন ধরেই Jio Phone 5G ফোনের দাম নিয়ে বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ অনুমান করা হচ্ছে, ৫জি ফোনের দাম ৮ থেকে ১২ হাজার টাকার মধ্যে হতে চলেছে ৷ তবে সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷

Jio 5G ফোনে কী কী ফিচার্স থাকবে

এই জিও ফোনটি 5G Android 11 (Go Edition) এর সঙ্গে পাওয়া যাবে ৷

advertisement

ডিসপ্লে 6.5 ইঞ্চির হবে যাতে এইচডি ও আইপিএস থাকবে ৷

720×1,600 পিক্সল রেজিলিউশন থাকবে এবং আসপেক্ট রেশিও 20:9 হতে পারে ৷

ফোনে স্ন্যাপড্রাদন 480 প্রসেসর থাকতে পারে ৷

ফোনটি 4GB RAM ও 32GB অনবোর্ড স্টোরেজ হতে পারে ।

স্টোরেজ বাড়ানোর জন্য এসডি কার্ড ব্যবহার করা যেতে পারে ৷

আরও পড়ুন: ১২ তম কিস্তির টাকা আপনি পাবন, না পাবেন না ? বাড়িতে বসেই চেক করে নিন নতুন লিস্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা যাতে Autofocus lens ও 13 মেগাপিক্সল প্রাইমারি সেনসর ও 2 মেগাপিক্সল ম্যাক্রো সেনসর থাকবে ৷ ফ্রন্টে 8 মেগাপিক্সল ক্যামেরা হতে পারে ৷ 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio Phone 5G Price: বাজারে আসতে চলেছে সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল