রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টেলিকম ইউনিট রিলায়েন্স জিও শুক্রবার চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। তালিকায় দেখা যাচ্ছে, সংস্থার নিট মুনাফা ১২ শতাংশ বেড়ে ৫,২০৮ কোটি টাকা হয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে সংস্থার মুনাফায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কারণ সেপ্টেম্বর প্রান্তিকে এর মুনাফা ছিল ৫,০৫৮ কোটি টাকা।
রিলায়েন্স জিওর আয় ডিসেম্বরের ত্রৈমাসিকে বছরে ১০ শতাংশ বেড়ে ২৫,২৬৮ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে একই প্রান্তিকে ২২,৯৯৮ কোটি টাকা ছিল। কোম্পানির মোট আয় বার্ষিক ভিত্তিতে ১১ শতাংশ বেড়ে ২৫,৫১৩ কোটি টাকা হয়েছে। EBITDA বেড়ে হয়েছে ১৩,২৭৭ কোটি টাকা। অপারেটিং ফ্রন্টেও রিলায়েন্স জিওর কর্মক্ষমতা উন্নত হয়েছে।
advertisement
সংস্থা জানিয়েছে, ডিসেম্বর ত্রৈমাসিকে অপারেটিং মুনাফা (EBITDA) বেড়েছে ১৩,২৭৭ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ১২,৯৫৩ কোটি টাকা ছিল। কোম্পানির শেয়ার ২,৭৩৫.০৫ টাকায় বন্ধ হয়েছে।
আরও পড়ুন, রিলায়েন্স জিও-র নিট মুনাফা ১২% বেড়ে হয়েছে ৫,২০৮ কোটি টাকা
শুক্রবার শেয়ার বাজার বন্ধের পর রিলায়েন্স জিও-র ফলাফল প্রকাশ্যে আসে। শুক্রবার মূল কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রায় ২,৭৩৫.০৫ টাকায় বন্ধ হয়েছে। ২০২৪ সালের শুরু থেকে কোম্পানির শেয়ার প্রায় ৫.৬১ শতাংশ বেড়েছে।