TRENDING:

নতুন প্রতিযোগিতার মুখে #Jio, এবার মাত্র ৪০ টাকায় ফুল টকটাইম সঙ্গে ১ জিবি ডেটা

Last Updated:

রিলায়েন্স GSM গ্রাহকরা এবার মাত্র ৪০ টাকা দিয়ে রিচার্জ করলেই পেয়ে যাবেন ফুল টাকটাইম ৷ পাশাপাশি পেয়ে যাবেন ১ জিবি ডেটা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বাজারে জিও লঞ্চ হওয়ার পর থেকেই  রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ৷ বিনামূল্যে জিও-র এই পরিষেবার ঘোষণার ফলে স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ৷ কারণ, রিলায়েন্স জিও দেশবাসীকে দেখাতে চলেছে, কম খরচাতেও দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে অন্য টেলিকম সংস্থাগুলিও এবার নতুন প্ল্যান নিয়ে আসছে ৷ গ্রাহকদের ধরে রাখতে ও নতুন গ্রাহক টানতে রেট কমানোর প্রতিযোগিতায় নেমেছে অন্য সংস্থাগুলিও ৷ এর জেরে টেলিকম সংস্থাগুলির মধ্যে ট্যারিফ নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ৷ তার জেরে সব চেয়ে লাভবান হয়েছে গ্রাহকরা ৷
advertisement

একের পর এক বাজারে নতুন অফার নিয়ে আসছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও BSNL ৷ এবার সেই পথেই হাঁটা শুরু করেছে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন ৷

রিলায়েন্স কমিউনিকেশন নতুন অফারে রিলায়েন্স GSM গ্রাহকরা এবার মাত্র ৪০ টাকা দিয়ে রিচার্জ করলেই পেয়ে যাবেন ফুল টাকটাইম ৷ পাশাপাশি পেয়ে যাবেন ১ জিবি ডেটা ৷ আর এই সমস্তটা মিলবে মাত্র ৪০ টাকায় ৷ একবার রিচার্জ করলে অফারটি ২৮ দিনের বৈধ থাকবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

এর আগে ৪০ টাকার রিচার্জ করলে ৩২ টাকার টকটাইম পাওয়া যেত ৷ তবে বাড়তি আট টাকার যে টকটাইম দেওয়া হচ্ছে সেটি রিচার্জ করার ১০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন প্রতিযোগিতার মুখে #Jio, এবার মাত্র ৪০ টাকায় ফুল টকটাইম সঙ্গে ১ জিবি ডেটা