পিটিআই সূত্রে খবর, প্রতি মিনিটে প্রায় ১০০০ জন গ্রাহক জিও-র সিম নিয়েছেন। অথার্ৎ দিনে ৬ লক্ষ মানুষ জিও সিম নিয়েছেন ৷ এয়াটেলের এখানে পৌঁছতে সময় লেগেছে ১২ বছর, ভোডাফোন ও আইডিয়ার ১৩ বছর ৷
গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে ৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা ৷ প্রথম একমাসেই ১.৬ কোটি গ্রাহক জিও-র পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছেন ৷ এর ফলে রিলায়েন্স জিও বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া স্টার্ট আপ ও প্রথম টেলিকম অপারেটের মর্যাদা জিতে নিয়েছে ৷ শুরু করার এক মাসের মধ্যে জিও-র রেকর্ড গ্রোথ ফেসবুক, হোয়াটস অ্যাপ ও স্কাইপকের মতো সংস্থাকেও পিছনে ফেলে দিয়েছে ৷
advertisement
রিলায়েন্স জিও-র এই অগ্রগতি ভারতের টেলিকম মার্কেটের জন্যেও খুব ভালো খবর ৷ সস্তায় ফোর জি পরিষেবা দেওয়াই জিও-র লক্ষ্য ৷ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নপূরণের সহায়ক ৷