তিনি বলেন, 'ভারতে কার্যকরী হয়ে গেলেই, বিশ্বের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে 5G সলিউশন রফতানি করবে জিও প্ল্যাটফর্মস৷ আমি গর্বের সঙ্গে বলছি, গোটা 5G প্রক্রিয়াটির যাবতীয় কাজ করেছেন জিও-র কর্মীরা৷ স্পেকট্রাম বরাত পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷'
তিনি আরও জানান, বিশ্বমানের 5G পরিষেবা দিতে তৈরি রয়েছে জিও৷ স্পেকট্রাম পেলেই ট্রায়াল রান শুরু হবে৷ Google এবং জিও-- যৌথ ভাবে সস্তায় 5G স্মার্টফোন তৈরি করবে৷ মুকেশ আম্বানির কথায়, 'এখনও পর্যন্ত ১০ কোটি জিও ফোন বিক্রি হয়েছে৷ এখনও বহু ফিচার ফোন ব্যবহারকারী তাঁদের ফোনকে স্মার্টফোনে আপগ্রেড করার জন্য অপেক্ষা করছেন৷ আমাদের বিশ্বাস, আমরা এন্ট্রি লেভেল 4G অথবা 5G স্মার্টফোন ডিজাইন করতেই পারি৷ বর্তমান দামের চেয়ে সেই ফোনের দাম অনেকটাই সস্তা হবে৷ গুগল ও জিও যৌথ ভাবে তৈরি করবে একটি ভ্যালু-ইঞ্জিনিয়ার্ড অ্যান্ড্রয়েড-বেসড স্মার্টফোন অপারেটিং সিস্টেম৷'
advertisement