লকডাউনে থমকে বিশ্ব অর্থনীতি। তার মধ্যে আন্তর্জাতিক লগ্নিকারীদের নজরে রিলায়েন্স জিও। মাত্র ১৭ দিনে দুনিয়ার তিনটি বিখ্যাত সংস্থা টাকা ঢালল রিলায়েন্স জিও-তে। শুক্রবার রিলায়েন্সের ঘোষণা, জিও-তে লগ্নি করেছে মার্কিন সংস্থা ভিস্তা ইক্যুইটি পার্টনার।
- জিও-তে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা ঢেলেছে ভিস্তা ইক্যুইটি পার্টনার
- রিলায়েন্স জিও-র ২.৩২ শতাংশ শেয়ার কিনতে এই লগ্নি
advertisement
গত ২১ এপ্রিল রিলায়েন্স জিও-তে বিপুল লগ্নির কথা ঘোষণা করে ফেসবুক। মার্ক জুকারবার্গের সংস্থার পর জিও-তে টাকা ঢেলেছে আরও একটি মার্কিন সংস্থা সিলভার লেক।
লগ্নিকারীদের নজরে জিও ৷ ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে ৪৩ হাজার ৫৭৪ কোটি লগ্নি করেছে ফেসবুক ৷ ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বিনিয়োগ সিলভার লেকের ৷ ৩ সপ্তাহে জিও-তে ৬০ হাজার ৫৯৬ কোটি টাকা বিদেশি লগ্নি ৷ এবার ভিস্তা ইক্যুইটি পার্টনারের পালা।
ভিস্তা মার্কিন দুনিয়ার অন্যতম বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ৷ ভিস্তার মূলধনী সম্পদ ৫ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি ৷ সম্ভাবনাময় সংস্থায় লগ্নি করাই এই সংস্থার বৈশিষ্ট্য ৷ গত ১০ বছরে ৬২টি সংস্থায় লগ্নি করেছে ভিস্তা ৷ প্রতিটি লগ্নি থেকেই মুনাফা এসেছে ৷ এই সাফল্য আর কোনও সংস্থার নেই ৷
গত কয়েকদিনে ভারতে বিদেশি লগ্নির গ্রাফটাই পালটে দিয়েছে রিলায়েন্স জিও। ২১ দিনে টানা এতবড় বিদেশি লগ্নির ঘটনা আগে কখনও হয়নি ৷ এই মুহূর্তে জিও-র সম্পদ ৫ লক্ষ ১৬ হাজার কোটি টাকা ৷
রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির বক্তব্য, জিও প্ল্যাটফর্মে ভিস্তা যুক্ত হওয়ায় রিলায়েন্স গর্বিত। ভিস্তার অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উদ্ভাবনের পথে হাঁটবে রিলায়েন্স। ডিজিটাল ভারতের পথে এটি বিরাট পদক্ষেপ ৷
ভিস্তা ইক্যুইটি পার্টনারের সিইও চেয়ারম্যান ও সিইও রবার্ট এফ স্মিথের দাবি, ডিজিটাল দুনিয়ার সম্ভাবনা ও পরিস্থিতির নিরিখে এই কৌশল অত্যন্ত কার্যকর হবে।