দেশের সবথেকে দামি সংস্থার মোট রাজস্ব বৃদ্ধির হারও শেষ ত্রৈমাসিকে উল্লেখযোগ্য৷ ৩.২ শতাংশ বৃদ্ধি পেয়ে গত বছরের এই সময়কালের তুলনায় এবারে সংস্থার রাজস্ব দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৮ লক্ষ কোটি টাকা৷
আরও পড়ুন: গোটা দেশে ট্রু ৫ জি পরিষেবা, কোটি কোটি নতুন গ্রাহক! জিও-র দৌড় অব্যাহত
সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘পরিচালনা এবং আর্থিক দিক দিয়ে আরও একটি শক্তিশালী ত্রৈমাসিক শেষ করতে পেরেছে রিলায়েন্স৷ এর কৃতিত্ব সংস্থার সঙ্গে জড়িত কর্মীদের৷’
advertisement
এই সময়কালে সবকটি ব্যবসার ক্ষেত্রেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে৷ রিটেল ক্ষেত্রে সংস্থার ব্যবসা ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ তেল থেকে রাসায়নিক ক্ষেত্রের ব্যবসায় গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে ১৩,৯২৬ কোটি টাকার ব্যবসা করেছিল রিলায়েন্স৷ এবার অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৪,০৬৪ কোটি টাকা৷