রিলায়েন্স রিটেলের ডিরেক্টর ইশা আম্বানি (Isha Ambani, Director, Reliance Retail) বলেন, ‘‘আধুনিক যুগের গ্রাহকদের কথা মাথায় রেখেই জিও ওয়ার্ল্ড ড্রাইভ তৈরি করা হয়েছে ৷ যেখানে মজা, নতুন নতুন জিনিস সবই রয়েছে ৷ JWD-তে বিশ্বের সেরা রিটেল এবং এন্টারটেনমেন্টের অভিজ্ঞতা হবে গ্রাহকদের ৷ এই ধরনের অভিজ্ঞতা গ্রাহকদের আগে কখনও হয়নি ৷ মুম্বইকরদের জন্য জিও ড্রাইভ-ইন থিয়েটার অবশ্যই একটি নতুন বিষয় ৷’’
advertisement
মুম্বইয়ের বাণিজ্যিক কেন্দ্র বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন হয়েছিল জিও ওয়ার্ল্ড ড্রাইভ (JWD)-এর ৷ ১৭.৫ একর জমিতে তৈরি হয়েছে এই ‘প্রিমিয়াম রিটেল ডেস্টিনেশন’ ৷ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে হ্যাংআউটের দুর্দান্ত জায়গা এটি ৷
এখানে থাকছে মোট ৭২টি আন্তর্জাতিক এবং ভারতীয় ব্র্যান্ডের আউটলেট ৷ খাবার এবং শপিংয়ের আল্টিমেট ডেস্টিনেশন এটি ৷ সারা বিশ্বের ২৭টি খাবারের আউটলেট (culinary outlets), মুম্বইয়ের প্রথম রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটার, ওপেন এয়ার কমিউনিটি মার্কেট, পোষ্য বান্ধব সার্ভিস এবং আরও অনেক কিছু থাকছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভে (Jio World Drive) ৷
রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের সিইও দর্শন মেহতা এর আগে জানিয়েছিলেন, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভ মুম্বইয়ের সোশ্যাল সেন্টারের নতুন ভরকেন্দ্র বলা যেতে পারে ৷ সারা বিশ্বের বিভিন্ন রিটেল সংস্থার আউটলেট রয়েছে এখানে ৷ জিও ড্রাইভ-ইন থিয়েটারও এর নতুন আকর্ষণ হতে চলেছে ৷ এই জায়গাটি অবশ্যই মাস্ট-ভিজিট স্থান সবার জন্যই ৷
বিখ্যাত আর্কিটেক্ট রস বনথোর্ন এবং অ্যান্ডি ল্যাম্পার্ড (Ross Bonthorne and Andy Lampard) JWD-এর ডিজাইন বানিয়েছেন ৷ ফরাসি কনসেপ্ট Nuage অনুযায়ী ভাসমান, মেঘের মতো কাঠামো দেখা যাবে এতে ৷