এখানে থাকছে মোট ৭২টি আন্তর্জাতিক এবং ভারতীয় ব্র্যান্ডের আউটলেট ৷ খাবার এবং শপিংয়ের আল্টিমেট ডেস্টিনেশন এটি ৷ সারা বিশ্বের ২৭টি খাবারের আউটলেট (culinary outlets), মুম্বইয়ের প্রথম রুফটপ জিও ড্রাইভ-ইন থিয়েটার, ওপেন এয়ার কমিউনিটি মার্কেট, পোষ্য বান্ধব সার্ভিস এবং আরও অনেক কিছু থাকছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভে (Jio World Drive) ৷
advertisement
আরও পড়ুন-রিলায়েন্স রিটেলের হাত ধরে এবার ভারতেও খুলছে 7-Eleven স্টোর
রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেডের সিইও দর্শন মেহতা (Darshan Mehta, CEO, Reliance Brands Limited) বলেন, ‘‘বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে তৈরি এই জিও ওয়ার্ল্ড ড্রাইভ মুম্বইয়ের সোশ্যাল সেন্টারের নতুন ভরকেন্দ্র বলা যেতে পারে ৷ সারা বিশ্বের বিভিন্ন রিটেল সংস্থার আউটলেট রয়েছে এখানে ৷ জিও ড্রাইভ-ইন থিয়েটারও এর নতুন আকর্ষণ হতে চলেছে ৷ এই জায়গাটি অবশ্যই মাস্ট-ভিজিট স্থান হতে চলেছে ৷’’
বিখ্যাত আর্কিটেক্ট রস বনথোর্ন এবং অ্যান্ডি ল্যাম্পার্ড (Ross Bonthorne and Andy Lampard) JWD-এর ডিজাইন বানিয়েছেন ৷ ফরাসি কনসেপ্ট Nuage অনুযায়ী ভাসমান, মেঘের মতো কাঠামো দেখা যাবে এতে ৷