TRENDING:

চিনের থেকে আমদানি করা PPE কিট থেকেও সস্তা কিট তৈরি করল রিলায়েন্স

Last Updated:

করোনা মোকাবিলায় এবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ করোনা থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য রিলায়েন্স এবার এক দারুণ পদক্ষেপ নিয়ে ফেলল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ করোনা থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য রিলায়েন্স এবার এক দারুণ পদক্ষেপ নিল ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার টেক্সটাইল এবং ফেব্রিক তৈরির সংস্থা অলোক ইন্ডাস্ট্রিজকে পুরোটাই কাজে লাগিয়েছে PPE তৈরির ক্ষেত্রে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্সের তৈরি এই PPE কিট চিন থেকে এদেশে আমদানি করা PPE কিট থেকে অনেক বেশি সস্তা ৷ দামের দিক থেকে দেখলে, চিনা PPE কিটের দাম যেখানে কিট প্রতি ২০০০ টাকার মতো ৷ সেখানে রিলায়েন্সের তৈরি এই PPE কিটের দাম পড়বে মাত্র ৬৫০ টাকা ৷
advertisement

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ এই সময়ে দাঁড়িয়ে দেশের মানুষের স্বাস্থ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই রিলায়েন্সের এই উদ্যোগ ৷ গুজরাতে অলোক ইন্ডাস্ট্রিজের সিলভাসা ইউনিটকেই এ ব্যাপারে কাজে লাগাচ্ছে রিলায়েন্স ৷ করোনা মোকাবিলায় যেভাবে দেশের ডাক্তার, নার্স ও অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দিন রাত লড়ে যাচ্ছেন, তাঁদেরকে কুর্নিশ জানিয়েই এই উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন প্রায় ১ লাখের বেশি PPE কিট বানানো শুরু করেছে এই সংস্থা ৷

advertisement

এই PPE কিট বানানোর ক্ষেত্রে কাঁচামাল আসছে রিলায়েন্সের নিজস্ব প্লান্ট থেকেই ৷ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১০ হাজার মতো সেলাইয়ের কারিগর৷ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে এই PPE তৈরির কাজ ৷ PPE তৈরির ক্ষেত্রে JCT Phagwara, Gokaldas Exports, এবং Aditya Birla-র উৎপাদনের থেকে অনেক বেশি এগিয়ে রিলায়েন্স, তা প্রমাণ করে দিয়েছে সংস্থা প্রথম দিন থেকেই ৷

advertisement

রিলায়েন্সের তৈরি PPE ঠিক কেমন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই PPE স্যুট তৈরি হয়েছে একটি মাত্র সিঙ্গল চেন, অনেকটা তা জাম্প স্যুটের মতো দেখতে ৷ পুরো পোশাকটিই তৈরি হয়েছে anti-microbial tape সহযোগে৷ এই স্যুটে ব্যবহার করা হয়েছে polypropylene ৷ রিলায়েন্সের তৈরি এই PPE কিটের ওজন খুবই সামান্য, যা কিনা অন্যান্য PPE কিট থেকে একে আলাদা করে ৷ এই PPE কিটে থাকছে coveralls, gloves, shoe covers  আর N95 face masks ৷ ভাইরাস থেকে সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে রিলায়েন্সের এই PPE কিট ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চিনের থেকে আমদানি করা PPE কিট থেকেও সস্তা কিট তৈরি করল রিলায়েন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল