গত কয়েক বছরে এমন একটি ব্র্যান্ড জনপ্রিয় হয়েছে। ব্রিটেনের Superdry। ব্রিটিশ ফ্যাশন ঐতিহ্য, আমেরিকান কেতা আর জাপানি গ্রাফিক্সের অসাধারণ মেলবন্ধন ভারতীয় গ্রাহককে মুগ্ধ করেছে। এদেশের প্রায় ৫০টি শহর জুড়ে প্রথমে দ্রুত ছড়িয়ে পড়েছিল Superdry-এর ব্যবসা। ই-কমার্স সংস্থাগুলি সৌজন্যে এখন প্রায় ২৩০০ শহরে ব্যবসা বাড়াচ্ছে এই বিদেশি পোশাক নির্মাতা সংস্থা।
তাই Superdry-এর সঙ্গে গাঁড়ছড়া বাঁধতে চলেছে RBL বা রিলায়েন্স ব্র্যান্ড লিমিটেড। RBL-এর মালিকানাধীন RBUK সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে Superdry PLC-র সঙ্গে। যৌথ উদ্যোগে ভারতে Superdry-এর মেধাসত্ত্বের অধিকার পেতে চলেছে RBL। তবে শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং বাংলাদেশও এই চুক্তিতে যুক্ত।
advertisement
শর্ত অনুযায়ী ৭৬ শতাংশ মালিকানা থাকবে RBUK-এর হাতে। ২০১২ সালেই Superdry একটি দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি চুক্তি স্বাক্ষর করেছিল এবং তখন থেকেই ভারতে তাদের ব্যবসা চালু হয়েছিল। সেই ব্যবসায়ই ক্রমাগত কৌশলগত বিবর্তনের মধ্যে দিয়ে আরও সমৃদ্ধ হয়েছে। RBL সেখানে বিনিয়োগ করায় তা নতুন পথ দেখাতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Superdry নানা ধরনের পোশাক তৈরি করে। তার মধ্যে মহিলা পুরুষ নির্বিশেষে টি-শার্ট, শার্ট থেকে জুতো— সবই রয়েছে। সেই সঙ্গে থাকছে সাঁতারের পোশাক। ২০১৯ সালে Superdry Sprots-এর অধীনে খেলাধুলা এবং অন্য অ্যাক্টিভিটি সংক্রান্ত পোশাক তৈরি করা শুরু করেছিল সংস্থাটি। পরবর্তীকালে তা আরো প্রসারিত হয়। এখন সুগন্ধি থেকে শুরু করে ডেনিম— সবই পাওয়া যায় এই সংস্থার পশরায়।
RBL-এর ম্যানেজিং ডিরেক্টর দর্শন মেহতা বলেন, ‘গত এক দশক ধরে Superdry-এর ব্যবসায়িক পরিসর বৃদ্ধি পেয়েছে। জুলিয়ান ড্যানকার্টনের নেতৃত্বে ব্যবসা আরও এগিয়ে চলবে বলেই আমাদের বিশ্বাস। আমরাও তার অংশীদার হতে পেরে দারুণ খুশি।’
Superdry-এর সিইও এবং প্রতিষ্ঠাতা জুলিয়ান ডানকার্টন জানিয়েছেন, দীর্ঘ মেয়াদে RBL-এর সঙ্গে এই অংশীদারিত্বে তাঁরাও খুশি। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, ভারতীয় পোশাকের বাজারে আমরা আমাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব। আর তাতে সহায়ক হবে আমাদের নতুন অংশীদারিত্ব।’