TRENDING:

Reliance BP Mobility Limited | Swiggy: পরিবেশবান্ধব ডেলিভারি দিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হল রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড ও সুইগি

Last Updated:

Reliance BP Mobility Limited এবং Swiggy-র এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য হল ব্যাটারিচালিত ইভি-গুলির প্রচার করা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: Reliance BP Mobility Limited ও Swiggy একসঙ্গে চুক্তিবদ্ধ হল। ইলেকট্রিক ভেহিকেল (Electric Vehicle) বা ইভি (EV) ইকোসিস্টেমের মাধ্যমে খাদ্য বিতরণের জন্য ট্রায়াল শুরু করা হবে বলে জানিয়েছে খাবার ডেলিভারি সংস্থা Swiggy। খাবার ডেলিভারির জন্য এবার থেকে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বাড়বে। জানা গিয়েছে, Reliance BP Mobility Limited এবং Swiggy-র এই যৌথ উদ্যোগের উদ্দেশ্য হল ব্যাটারিচালিত ইভি-গুলির প্রচার করা। এছাড়াও, পরিবেশ বান্ধব ডেলিভারি সিস্টেম প্রযুক্তিকে আরও শক্তিশালী করা। আরবিএমএল (RBML) ও Swiggy-র সহায়তায় এবার বিভিন্ন এলাকায় জিও-বিপি (Jio-BP) ব্যাটারি অদলবদলের স্টেশন তৈরি করা হবে ও ব্যাটারির অদলবদল সংক্রান্ত সমস্ত প্রশিক্ষণ Swiggy-র কর্মীদের দেওয়া হবে।
advertisement

আরবিএমএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হরিশ সি মেহতা (Harish C. Mehta) বলেছেন, “ভারত সরকারের ইলেকট্রিক মোবিলিটি দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার লক্ষে আমাদের সংস্থা ই-মোবিলিটি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। এর সাহায্যে ব্যাটারিচালিত যানবাহনের ধারনা আরও পরিষ্কার হবে। আমাদের সংস্থা ভাল মানের ই-মোবিলিটি পরিষেবা দেবে এবং ব্যাটারি অদলবদলের জন্য স্টেশনও তৈরি করা হবে। Swiggy-র সঙ্গে আমাদের চুক্তি দেশের ডেলিভারি পরিষেবাকে আরও উন্নত করবে।”

advertisement

Swiggy-র চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীহর্ষ মাজেটি (Sriharsha Majety) বলেন, “আমাদের অংশীদারদের স্বার্থ, মানুষের কল্যাণ ও পরিবেশের কথা মাথায় রেখে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। Swiggy-র কর্মচারীরা লক্ষ লক্ষ খাবারের অর্ডার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য প্রতি দিন ৮০-১০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। আমরা গ্রাহকদের সুবিধার জন্য, প্রতি দিন নিজেদের লক্ষ্যে অবিচল থেকে কাজ করে চলেছি। আমরা এর জন্য পরিবেশের প্রতি দায়বদ্ধ ও সচেতন। এবার থেকে ই-ভেহিকেলের ব্যবহার করা হবে, পরিবেশের কথা মাথায় রেখে আমরা ডেলিভারির দিকেও আরও বেশি করে খেয়াল রাখতে পারব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, জিও-বিপি আগামী ৫ বছরে একাধিক ব্যাটারি সোয়াপ স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। যার দ্বারা উপকৃত হবে আবাসন ও কমার্সিয়াল কমপ্লেক্স, মল, হোটেল, বিজনেস পার্ক, আইটি হাব ও পার্কিং লট। আরবিএমএল আগামী ৫ বছরে ফুয়েল রিটেলিং নেটওয়ার্ককে ৫,৫০০টিতে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance BP Mobility Limited | Swiggy: পরিবেশবান্ধব ডেলিভারি দিতে একসঙ্গে চুক্তিবদ্ধ হল রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড ও সুইগি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল