আরবিএমএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার হরিশ সি মেহতা (Harish C. Mehta) বলেছেন, “ভারত সরকারের ইলেকট্রিক মোবিলিটি দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার লক্ষে আমাদের সংস্থা ই-মোবিলিটি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। এর সাহায্যে ব্যাটারিচালিত যানবাহনের ধারনা আরও পরিষ্কার হবে। আমাদের সংস্থা ভাল মানের ই-মোবিলিটি পরিষেবা দেবে এবং ব্যাটারি অদলবদলের জন্য স্টেশনও তৈরি করা হবে। Swiggy-র সঙ্গে আমাদের চুক্তি দেশের ডেলিভারি পরিষেবাকে আরও উন্নত করবে।”
advertisement
Swiggy-র চিফ এক্সিকিউটিভ অফিসার শ্রীহর্ষ মাজেটি (Sriharsha Majety) বলেন, “আমাদের অংশীদারদের স্বার্থ, মানুষের কল্যাণ ও পরিবেশের কথা মাথায় রেখে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। Swiggy-র কর্মচারীরা লক্ষ লক্ষ খাবারের অর্ডার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার জন্য প্রতি দিন ৮০-১০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। আমরা গ্রাহকদের সুবিধার জন্য, প্রতি দিন নিজেদের লক্ষ্যে অবিচল থেকে কাজ করে চলেছি। আমরা এর জন্য পরিবেশের প্রতি দায়বদ্ধ ও সচেতন। এবার থেকে ই-ভেহিকেলের ব্যবহার করা হবে, পরিবেশের কথা মাথায় রেখে আমরা ডেলিভারির দিকেও আরও বেশি করে খেয়াল রাখতে পারব।”
জানা গিয়েছে, জিও-বিপি আগামী ৫ বছরে একাধিক ব্যাটারি সোয়াপ স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। যার দ্বারা উপকৃত হবে আবাসন ও কমার্সিয়াল কমপ্লেক্স, মল, হোটেল, বিজনেস পার্ক, আইটি হাব ও পার্কিং লট। আরবিএমএল আগামী ৫ বছরে ফুয়েল রিটেলিং নেটওয়ার্ককে ৫,৫০০টিতে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিয়েছে।