সাফ জানিয়ে দিলেন মুকেশ আম্বানি- বড় জোর অপেক্ষা করতে হবে চলতি বছরের দীপাবলি পর্যন্ত, তার মধ্যেই কলকাতা, দিল্লি-মুম্বই এবং চেন্নাই- দেশের মেট্রো শহরগুলোয় চালু হয়ে যাবে Jio 5G পরিষেবা। সারা দেশে এই পরিষেবা ছড়িয়ে দিতে খুব বেশি হলেও ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সময় নেবে সংস্থা, পরিকল্পনা এই যে Jio 5G-ই গতির দিক থেকে হবে দুনিয়ার দ্রুততম মোবাইল পরিষেবা।
advertisement
মুকেশ আম্বানি জানিয়েছেন যে Jio 5G হতে চলেছে বিশ্বের বৃহত্তম এবং সর্বাপেক্ষা আধুনিক 5G নেটওয়ার্ক। অন্যদের মতো এক্ষেত্রে পাশাপাশি 4G পরিষেবার উপরেও সংস্থা ভর দিয়ে থাকবে না। অনন্য আর্কিটেকচার, সেরা এবং বৃহত্তম স্পেকট্রাম, পাশাপাশি ক্যারিয়ার অ্যাগ্রেগেশনের দিক থেকে দেখলে কভারেজ, ক্যাপাসিটি, কোয়ালিটি এবং ক্রয়ক্ষমতা সব কিছু নিয়েই বিশ্বসেরা পরিষেবা দিতে বদ্ধপরিকর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফলে, শুধু Jio 5G পরিষেবাই নয়, একাধারে মেটাভার্সের (Metaverse) অভিজ্ঞতাও গ্রাহকের হাতের মুঠোয় এনে দেবে সংস্থা, যে কারণে এই প্রকল্পে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন- সংকটেও ভারতের অর্থনীতি আছে মাথা উঁচিয়ে, রিলায়েন্সের এজিএম থেকে বললেন মুকেশ আম্বানি
জানা গিয়েছে যে ইতিমধ্যেই এই লক্ষ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) ক্লাউড প্রযুক্তিবান্ধব, সফটওয়্যার নির্ভর, ডিজিটাল 5G স্ট্যাক গড়ে তুলতে সক্ষম হয়েছে। Jio 5G নেটওয়ার্কে এই মেড ইন ইন্ডিয়া (Made-In-India) 5G স্ট্যাক স্থাপন এবং বিস্তার করার কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে, ফলে চালু হওয়ার প্রথম দিন থেকেই শুধু যে মিলিয়নেরও উপরে জনসংখ্যাকে পরিষেবা দিতে সক্ষম হবে সংস্থা তা-ই নয়, কোয়ান্টাম সিকিউরিটির (Quantum Security) মতো অত্যাধুনিক ফিচারের সাপোর্ট হিসেবেও তা কাজ করতে পারবে।
এই 5G পরিষেবার সঙ্গে সঙ্গেই Jio বিলিয়নেরও উপরে ইন্টেলিজেন্স কানেকটেড সেন্সর লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের (Fourth Industrial Revolution) দিকেই। বলাই বাহুল্য, দেশের প্রতিটি জনতা, প্রতিটি কোণ এবার সংযুক্ত হতে চলেছে Jio 5G-র উচ্চ মানের সুলভ এই পরিষেবার হাত ধরে।