আরও পড়ুন: শীঘ্রই UAN এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিন Aadhaar, না হলে হতে পারে বড় লোকসান
২০২০ সালে ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত সরকার দেশের ১১.৩৭ কোটির বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১.৫৮ লক্ষ কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে ৷
advertisement
এখনও পর্যন্ত ৯টি কিস্তির টাকার পাঠানো হয়েছে-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) ছোট কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শুরু করেছিল মোদি সরকার ৷ এই যোজনা বছরে ৩টি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষকদের ৷
আরও পড়ুন: বিয়ের মরশুমে বিরাট ধামাকা! দেশজুড়ে সস্তা সোনা, কলকাতায় সাড়ে ৪ হাজার পতন
দেখে নিন কী ধরনের ভুল হয়ে থাকে-
- কৃষকদের নাম ইংরেজিতে লেখা থাকা জরুরি ৷ হিন্দিতে নাম লিখে থাকলে অবশ্যই সেটা বদলে ইংরেজিতে করতে হবে ৷
- আবেদনকারী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম এবং আবেদন করার সময় নামের বানানে কোনও ভুল যেন না থাকে ৷
- ব্যাঙ্কের IFSC কোড দেওয়ার সময় কোনও ভুল করলে চলবে না ৷
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরেও ভুল থাকলে হবে না ৷
- ঠিকানা দেওয়ার সময়ও সতর্ক থাকবে হবে ৷ সঠিক ঠিকানা কোনও বানান ভুল ছাড়া লিখতে হবে ৷
আরও পড়ুন: SBI-এর গ্রাহকদের চরমতম সতর্কতা, এর মধ্যে কোনও নম্বর তৃতীয় ব্যক্তি জানলেই সেকেন্ডেই বসবেন পথে
অনলাইনে কীভাবে শুধরে নেবেন এই ভুলগুলি -
প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in ভিজিট করতে হবে ৷ উপরের দিকে থাকা ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এখাবে ক্লিক করতে আধার এডিটের একটি অপশন দেবে ৷ ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঠিক করতে পারবেন ৷ এছাড়া কৃষি বিভাগ দফতরে যোগাযোগ করতে হবে ৷ সেখানে গিয়েও ভুল ঠিক করে নিতে পারবেন ৷