TRENDING:

E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !

Last Updated:

1.66 crore informal workers registered on E-Shram portal: অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শ্রম এবং রোজগার মন্ত্রক (Labour and Employment Ministry)-এর পক্ষ থেকে শনিবার জানানো হয় যে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য বানানো ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত ১.৬৬ কোটি শ্রমিক নিজের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই করে ফেলেছে ৷
Representational Image
Representational Image
advertisement

মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, শ্রম এবং রোজগার মন্ত্রী ভূপেন্দ্র যাদব (Bhupender Yadav) শনিবার মুম্বইতে অসংগঠিত ক্ষেত্রে কাজ করা কর্মীদের জন্য ই-শ্রম কার্ড বিতরণ করেছেন ৷ ওইসময় ব্যক্তিগতভাবেই ১০ জন শ্রমিকের হাতে কার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ যারা এখন দেশের মধ্যে যে কোনও জায়গায় সরকারি যোজনার লাভ পেতে পারেন ৷

advertisement

advertisement

আরও পড়ুন- অ্যামাজন হল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০ ! আরএসএসের পত্রিকার প্রতিবেদনে দাবি এমনটাই

ই-শ্রম পোর্টালে কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে?

ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে https://www.eshram.gov.in/-এ যেতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আধার (Aadhaar) নম্বর দাখিল করতে হবে। এর পরই আগে থেকে ডেটাবেস থাকা অসংগঠিত শ্রমিকের সমস্ত তথ্য আপনাআপনি দেখা যাবে। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও নিজের মোবাইল নম্বর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে দিতে হবে। এর পরেও কোনও কিছু আপডেট করতে চাইলে তা করা যাবে। রেজিস্ট্রেশনের পর সংশ্লিষ্ট ব্যক্তির ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সহ একটি ই-শ্রম কার্ড জারি করা হবে। আরও বিশদ তথ্যের জন্য ১৪৪৩৪ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এমনকী বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তাদের কর্মীদের রেজিস্ট্রেশনও করাতে পারবে।

advertisement

সুবিধা কী থাকছে ?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এই পোর্টালের সাহায্যে বহু অসংগঠিত শ্রমিককে সরকারি স্কিমের সুবিধা দেওয়া হবে। দেশ এই প্রথম এমন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা শ্রমিকদের সরাসরি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত করবে। জানা গিয়েছে ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করা শ্রমিকদের ২ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। যদি কোনও শ্রমিক দুর্ঘটনার শিকার হন, তাতে যদি তাঁর মৃত্যু হয় অথবা সম্পূর্ণ অক্ষম হয়ে যান, সেক্ষেত্রে ২ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে। আর দুর্ঘটনায় যদি আংশিক অক্ষমতা আসে, সে ক্ষেত্রে ১ লক্ষ টাকা বিমা হিসাবে দেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
E-Shram Portal: ই-শ্রম পোর্টালে এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন, সুবিধা পাবেন ৩৮ কোটি শ্রমিক !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল