TRENDING:

এবার থেকে কয়েন নিলে তিনগুণ বেশি ইনসেন্টিভ দেবে RBI !

Last Updated:

এবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কয়েনে তিনগুণ ইনসেন্টিভ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগে ১,২ ও ৫ টাকার কয়েনের বেশ চাহিদা ছিল বাজারে ৷ কিন্তু বর্তমানে ধীরে ধীরে কয়েনের চাহিদা অনেকটাই কমে গিয়েছে ৷ আজকাল কেউই কয়েন নিতে চান না ৷ এর জেরে রিজার্ভ ব্যাঙ্কের কাছে কয়েনের পাহাড় জমে গিয়েছে ৷ এবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে কয়েনে তিনগুণ ইনসেন্টিভ বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের ক্লিন নোট পলিসি অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে কয়েন পাঠানো হচ্ছে ৷
advertisement

বর্তমানে আরবিআই ব্যাঙ্কগুলিকে কয়েনের প্রতি ব্যাগের জন্য ২৫ টাকা ইনসেন্টিভ দিয়ে থাকত ৷ এবার তা বাড়িয়ে ৬৫ টাকা করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কগুলিকে কয়েন নেওয়ার জন্য উৎসাহিত করতে এবং সাধারণের মধ্যে কয়েনের প্রচলন বাড়ানোর জন্য ইনসেন্টিভের টাকা বাড়ানো হয়েছে ৷

RBI এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কগুলি গ্রামীণ এলাকায় এবং ছোট শহরে কয়েন বিতরণের জন্য প্রতি ব্যাগে অতিরিক্ত ১০ টাকা দেওয়া হবে ৷ ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ক্লিন নোট পলিসির জেরে সাধারণ মানুষের মধ্যে কয়েন বিতরণ করার জন্য প্রতি ব্যাগে ২৫ টাকার বদলে ৬৫ টাকা দেওয়া হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

রিজার্ভ ব্যাঙ্কের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে, কোনও গ্রাহক একবারে এক ব্যাগের বেশি কয়েন নিয়ে থাকলে ব্যাঙ্ককে খেয়াল রাখতে হবে কেবল ব্যবসায়িক লেনদেনের জন্য কয়েন দেওয়া হবে ৷এরকম গ্রাহকদের কেওয়াইসি থাকতে হবে কয়েনের রেকর্ড রাখতে হবে ৷ এই পরিষেবার যাতে কোনও ভাবে অপব্যবহার না হয় তার খেয়াল রাখতে হবে ৷ এমনকি ব্যাঙ্কগুলি ব্যাঙ্কের শাখার বদলে বাড়িতে বা কাজের জায়গায় (ডোরস্টেপ ব্যাঙ্কিং) গিয়ে এই পরিষেবা প্রদান করতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার থেকে কয়েন নিলে তিনগুণ বেশি ইনসেন্টিভ দেবে RBI !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল