বর্তমানে আরবিআই ব্যাঙ্কগুলিকে কয়েনের প্রতি ব্যাগের জন্য ২৫ টাকা ইনসেন্টিভ দিয়ে থাকত ৷ এবার তা বাড়িয়ে ৬৫ টাকা করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কগুলিকে কয়েন নেওয়ার জন্য উৎসাহিত করতে এবং সাধারণের মধ্যে কয়েনের প্রচলন বাড়ানোর জন্য ইনসেন্টিভের টাকা বাড়ানো হয়েছে ৷
RBI এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কগুলি গ্রামীণ এলাকায় এবং ছোট শহরে কয়েন বিতরণের জন্য প্রতি ব্যাগে অতিরিক্ত ১০ টাকা দেওয়া হবে ৷ ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ক্লিন নোট পলিসির জেরে সাধারণ মানুষের মধ্যে কয়েন বিতরণ করার জন্য প্রতি ব্যাগে ২৫ টাকার বদলে ৬৫ টাকা দেওয়া হবে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে, কোনও গ্রাহক একবারে এক ব্যাগের বেশি কয়েন নিয়ে থাকলে ব্যাঙ্ককে খেয়াল রাখতে হবে কেবল ব্যবসায়িক লেনদেনের জন্য কয়েন দেওয়া হবে ৷এরকম গ্রাহকদের কেওয়াইসি থাকতে হবে কয়েনের রেকর্ড রাখতে হবে ৷ এই পরিষেবার যাতে কোনও ভাবে অপব্যবহার না হয় তার খেয়াল রাখতে হবে ৷ এমনকি ব্যাঙ্কগুলি ব্যাঙ্কের শাখার বদলে বাড়িতে বা কাজের জায়গায় (ডোরস্টেপ ব্যাঙ্কিং) গিয়ে এই পরিষেবা প্রদান করতে পারে ৷