কেন্দ্র জারি করল Sovereign গোল্ড বন্ডের ইস্যু প্রাইস- এবারের গোল্ড বন্ডের ইস্যু প্রাইস প্রতি গ্রামে ৪৮৮৯ টাকা ঠিক করা হয়েছে ৷ অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম ৪৮৮৯০ টাকা ৷ আর্থিক বছর ২০২০-২০২১ সালে রিজার্ভ ব্যাঙ্কের তরফে ১২টি কিস্তিতে ১৬,০৪৯ কোটি টাকার (31.35 টন) Sovereign Gold Bond জারি করা হয়েছিল ৷ মার্চ ২০২১ এর শেষ পর্যন্ত এসজিবি স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার প্রায় ২৫,৭০২ কোটি টাকা জোগার করেছে ৷ কেন্দ্রের তরফে ফিজিক্যাল গোল্ডের চাহিদা কমানোর জন্য নভেম্বর ২০১৫-এ এই স্কিম লঞ্চ করেছিল ৷
advertisement
গোল্ড বন্ড অনলাইনেও কেনা যেতে পারে ৷ এছাড়া ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, নির্দিষ্ট কয়েকটি ডাকঘর, এনসিই ও বিএসই-এর মতো স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনা যেতে পারে গোল্ড বন্ড ৷ স্মল ফিনান্স ব্যাঙ্ক ও পেমেন্ট ব্যাঙ্কে এই বন্ড বিক্রি হয়নি ৷ Sovereign Gold Bond স্কিমে এক আর্থিক বছর একজন ব্যক্তি অধিকতম ৪ কিলোগ্রাম সোনার বন্ড কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম সোনায় ইনভেস্ট করতে হবে ৷ ট্রাস্ট বা সংস্থা ২০ কিলোগ্রাম বন্ড কিনতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গোল্ড বন্ড অনলাইনে কিনলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় (Gold Price Discount) পাওয়া যায় ৷ অনলাইন গোল্ড বন্ড কিনলে ইস্যু প্রাইস ৪৮৩৯ টাকা প্রতি গ্রাম ৷
Sovereign Gold Bond Scheme এ কীভাবে বিনিয়োগ করবেন?
-- ম্যাচিউরিটিতে Sovereign Gold Bond ট্যাক্স ফ্রি হয়ে থাকে
--ডিফল্ট হওয়ার সম্ভাবনা কম
--ফিজিক্যাল গোল্ডের বদলে গোল্ড বন্ড ম্যানেজ করা বেশি সমস্যা
--এখানে শুদ্ধতা যাচাই করার দরকার নেই এবং ২৪ ক্যারেট গোল্ডের হিসেবে দাম ঠিক করা হয়
-- লোনের সুবিধা পাওয়া যায়
-- এর ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছর হয় ৷ পাশাপাশি ৫ বছর পর বিক্রি করার সুবিধা রয়েছে ৷