কত দিন পর্যন্ত বাড়ানো হল সময়সীমা -
রিজার্ভ ব্যাঙ্ক একটি বয়ান জারি করে সেফ ডিপোজিট লকার, সেফ কাস্টোডি আর্টিক্যাল ফেসিলিটি নিয়ে নির্দেশ জারি করেছিল ৷ কিন্তু বেশির ভাগ গ্রাহক সংশোধিত চুক্তি স্বাক্ষর না করায় সময় সীমা বাড়ানো হয়েছে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৷ ধাপে ধাপে এই কাজ করা হবে ৷ প্রথম পর্যায়ে ৩০ জুন ২০২৩ পর্যন্ত ৫০ শতাংশ লকারে নয়া চুক্তি স্বাক্ষর করানো হবে ৷ ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৭৫ শতাংশ চুক্তি স্বাক্ষর করানো হবে ৷ সময়ের মধ্যে যাতে এই কাজ সম্পর্ণ করা যায় তার জন্য ব্যাঙ্কগুলিকে সমস্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
আরও পড়ুন: শুধু স্যালারি নয়, মিলতে চলেছে আরও সুবিধা! বাজেটে কেন্দ্রীয় কর্মীদের বিপুল লাভ
আরও পড়ুন: সরকারের নয়া উদ্যোগ! এই স্কিমে মিলবে ১ কোটি পর্যন্ত টাকা ঋণ!
প্রসঙ্গত, ২০২১-সালের ৮ আগস্ট সংশোধিত নির্দেশিকা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তা ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। লকার মালিকদের এখন নতুন লকার ব্যবস্থার জন্য তাঁদের যোগ্যতা প্রদর্শন করতে হবে এবং ২০২৩-এর ১ জানুয়ারির আগে স্বাক্ষর করতে হবে নতুন চুক্তিতে। এখন সেই সময়সীমা বাড়ানো হবে ৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংশোধিত নির্দেশিকা অনুসারে ব্যাঙ্কগুলি নিশ্চিত করবে যেন কোনও অন্যান্য শর্তাবলী লকার চুক্তিতে অন্তর্ভুক্ত না হয়। শুধু তাই নয়, চুক্তির শর্তাবলী যাতে প্রয়োজনের চেয়ে কঠিন না হয় সেটাও লক্ষ্য রাখা হবে। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যেই ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে নতুন লকার চুক্তি নবীকরণ করবে।