TRENDING:

জমা পড়া বাড়তি টাকার ১০০ শতাংশই এবার ব্যাঙ্কগুলিকে দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে

Last Updated:

ব্যাঙ্কের হাতে আসা এই বাড়তি তহবিলকে এখন নিজেদের হাতে তোলার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  নোট বাতিলের জেরে এখন প্রচুর পরিমাণে টাকা জমা পড়েছে দেশের ব্যাঙ্কগুলিতে ৷ কিন্তু ব্যাঙ্কের হাতে আসা এই বাড়তি তহবিলকে এখন নিজেদের হাতে তোলার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ গত ১৬ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে জমা পড়া বাড়তি আমানতের গোটাটাই এবার জমা দেওয়ার নির্দেশ দিল আরবিআই ৷
advertisement

জমা পড়া টাকার মধ্যে একটা অংশ ব্যাঙ্কগুলিকে জমা রাখতে হয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৷ কিন্তু সেই পরিমাণটা হয় অনেকই কম ৷ এবার জমা পড়া বাড়তি আমানতের ১০০ শতাংশই জমা দিতে হবে আরবিআই-কে ৷ ২৬ নভেম্বর থেকে এই প্রক্রিয়া দেওয়ার শুরু হয়েছে ৷ এর ১৫ দিনের মধ্যেই সব টাকা জমা দিতে হবে সব ব্যাঙ্কগুলিকে ৷ আগামী ৯ ডিসেম্বর এর রিপোর্ট খতিয়ে দেখা হবে ৷ 

advertisement

এই নতুন নিয়ম চালু করাতে আরবিআইয়ের হাতে বাড়তি ৩.২৫ কোটি টাকা আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকা অনেক বেশি সংখ্যায় জমা পড়ায় তা নিজেদের হাতে তুলে নিতে চাইছে শীর্ষ ব্যাঙ্ক ৷ তবে এই ব্যবস্থা অস্থায়ী বলেই জানিয়েছে আরবিআই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

ব্যাঙ্কগুলি যাতে তাদের হাতে আসা বাতিল নোট সরাসরি আরবিআইয়ের দফতরে জমা দিয়ে নগদ জমার অনুপাত অনুসারে নিজেদের অংশ হাতে পেতে পারে, সে ব্যবস্থাও চালু করেছে শীর্ষ ব্যাঙ্ক। ‘গ্যারান্টি স্কিম’ নামে নগদ জমার এই সুযোগ থাকলেও তেমন ভাবে এত দিন চালু ছিল না।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জমা পড়া বাড়তি টাকার ১০০ শতাংশই এবার ব্যাঙ্কগুলিকে দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল