TRENDING:

আর দাঁড়াতে হবে না লাইনে, রেশন কার্ড থাকলে বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশন

Last Updated:

Mera Ration app ডাউনলোড ও ব্যবহার করবেন কী করে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার থেকে রেশন নেওয়ার জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না ৷ বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই রেশনের বুকিং করতে পারবেন ৷ সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে রেশনকার্ড হোল্ডারদের জন্য Mera Ration app লঞ্চ করা হয়েছে ৷ এই অ্যাপের মাধ্যমে সহজেই পেয়ে যাবেন রেশন ৷ মেরা রেশন অ্যাপটি ভারত সরকারের তরফে শুরু করা হয়েছে এক দেশ এক রেশনকার্ড যোজনার অংশ হিসেবে ৷ দেখে নিন কী ভাবে বাড়িতে বসে রেশন বুকিং করতে পারবেন-
advertisement

Mera Ration app ডাউনলোড ও ব্যবহার করবেন কী করে ?

--সবার প্রথমে Google Play Store-এ যেতে হবে

-- এরপর সার্চ বক্সে Mera Ration app সার্চ করতে হবে

--Mera Ration app ডাউনলোড করে ইনস্টল করতে হবে

--এবারে Mera Ration app ওপেন করুন

-- নিজের রেশন কার্ডের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করাত হবে

advertisement

Mera Ration app অ্যাপের সুবিধা

--প্রবাসী বাসিন্দারা এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন

-- এই অ্যাপের মাধ্যমে রেশন দোকান সংক্রান্ত সমস্ত সঠিক তথ্য পাবেন

--এখানে কোনও প্রশ্ন থাকলে সে বিষয়ে জানতে পারবেন

--রেশন সংক্রান্ত সমস্ত তথ্য এখানে সহজেই পেয়ে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই অ্যাপের মাধ্যমে আপনির নিকটবর্তী রেশন দোকানের ঠিকানা পেয়ে যাবেন ৷ কার্ড হোল্ডার তাঁর কার্ডে হওয়া সমস্ত লেনদেন দেখতে পাবেন এখানে ৷ বর্তমানে অ্যাপটি হিন্দি ও ইংরেজি ভাষায় রয়েছে তবে আগামী দিনে ১৪টি ভাষায় অ্যাপটি পাওয়া যাবে ৷ গুরুত্বপূর্ণ বিষয় হল এই অ্যাপে জানতে পারবেন কখন এবং কোন কোন দোকান থেকে রেশন নিয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আর দাঁড়াতে হবে না লাইনে, রেশন কার্ড থাকলে বাড়িতে বসেই পেয়ে যাবেন রেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল