TRENDING:

Ratan Tata Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের ওরলিতে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য

Last Updated:

Ratan Tata Funeral: বুধবার ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শিল্পজগতের এই সুপরিচিত ব্যক্তিত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শরীর ভাল যাচ্ছিল গত কয়েক দিন ধরেই। যত্নের ত্রুটি ছিল না। কিন্তু ৮৬ বছর বয়স মুখের কথা নয়! ৭ অক্টোবর তাঁর শারীরিক অবস্থা দুর্বল হয়ে পড়ে। রক্তচাপের ক্রমঅবনতির কারণে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন দেশের প্রথম সারির সুদক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে। কিন্তু কালের আহ্বানে সাড়া দিতেই হয়।
advertisement

বুধবার ৯ অক্টোবর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় শিল্পজগতের এই সুপরিচিত ব্যক্তিত্ব। কর্মজীবন তাঁর সশব্দে অনুপ্রাণিত করবে পরবর্তী প্রজন্মকে, কিন্তু রতন টাটা এখন শুধুই এক নৈঃস্তব্ধ্যের নাম। স্নেহময় কণ্ঠে তাঁর পরামর্শ থেকে বঞ্চিতই হবে টাটা গ্রুপ চিরতরে।

আরও পড়ুন: অমূল্য ‘রতন’ হারাল ভারত, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও

advertisement

জানা গিয়েছে, প্রবাদপ্রতিম এই পুরুষের মরদেহ বর্তমানে কোলাবায় তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি।

ডিসেম্বর ২৮, ১৯৩৭ সালে রতন টাটা ভারতের অন্যতম ধনী এবং সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী পরিবারে মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। জন্মসূত্রে তিনি পার্সি সম্প্রদায়ভুক্ত।

আরও পড়ুন: অমূল্য ‘রতন’ হারাল ভারত, টাটা গ্রুপের প্রবাদপুরুষের জীবন এক অত্যুজ্জ্বল গাথা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বৃহস্পতিবার ওরলি শ্মশানে তাঁকে নিয়ে যাওয়া হবে, সেখানেই সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদার কৃত্যাদি !

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ratan Tata Funeral: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের ওরলিতে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল