কে এই রজনীশ কুমার ? ১৯৮০ সালে প্রবেশনারি অফিসার এসবিআইয়ে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি এসবিআইয়ের রিটেল ব্যাঙ্কিংয়ের দায়িত্বে ছিলেন ৷ আগামী তিন বছর, অর্থাৎ ২০২০ পর্যন্ত এই পদে থাকবেন রজনীশ। এসবিআই-এর চেয়ারম্যান বাছাই পর্বে তাঁর নামই সবার আগে উঠে আসে নিয়োগ কমিটির কাছে। রজনীশ কুমারই যে ২৫তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হতে চলেছেন , সে বিষয়টি একপ্রকার তাই নিশ্চিতই ছিল ৷
advertisement
গতবছরই এসবিআই-এর বর্তমান চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছিল ৷ তিনি ছিলেন ২০০ বছরের পুরোনো দেশের সবচেয়ে বড় এই রাষ্টায়ত্ত্ব ব্যাঙ্কের প্রথম মহিলা চেয়ারপার্সন ৷
CNBC TV 18-কে দেওয়া এক সাক্ষাৎকারে রজনীশ কুমার জানান, ‘‘ সম্পত্তির গুণমানটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ৷ এখন আমরা একটা বড় রকম পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ কারণ ডিজিটাইজেশনের যুগে নতুন নতুন প্রযুক্তির আমদানি হচ্ছে ৷ ’’