এরপর একটি বীজতলা তৈরি করতে হবে। দোআঁশ মাটি, শুকনো গোবর ও অল্প পরিমাণ ছাই মিশিয়ে বীজতলা টি তৈরি করে নিন। এবার ভেজানো বীজগুলোকে নতুন তৈরি করা বীজ তলায় বসিয়ে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দিন।প্রায় ৩-৪ দিনের মধ্যেই বীজ গুলো অঙ্কুরিত হবে। এর পর ১০ থেকে ১৫ দিনের মধ্যে ছোট চারাগুলো রোপণের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন করতে হবে। আপনি আপনার পছন্দ মতো চালকুমড়োর চারা গাছ গুলো বাড়ির যেকোন জায়গাতে লাগাতে পারেন।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: বাতের ব্যথায় কাতর! মুখে কালো দাগ-ছোপ! ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন! জানুন পদ্ধতি
কৃষিবিদ তপননেন্দু চক্রবর্তী জানান জৈব সার হিসেবে গোবর সার, ভার্মি কম্পোস্ট, কিংবা পাতা পচা সার অথবা পচা কলা পাতা এগুলো এ গাছ গুলোতে মাঝে মাঝে সার হিসেবে দিতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে খুব বেশি রোদ কিংবা বৃষ্টি কোনটাই এই চালকুমড়ো চাষের জন্য উপযোগী নয় । এই সামান্য কিছু পদ্ধতি মেনে চললেই চালকুমড়ো চাষ করেই ভাল অর্থ উপার্জনের সম্ভব।
পিয়া গুপ্তা